
বাংলা পঞ্জিকায় যুক্ত হলো নতুন বছর। আজ পহেলা বৈশাখ, বাংলা ১৪৩০ সন। স্বাগতম বাংলা নববর্ষ, শুভ বাংলা নববর্ষ। নতুন বাংলা বছর অতীতের ভুলত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে বাঙালির জীবনে সুখ-শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক— এই কামনায় দৈনিক রাজবাড়ীসময় নিউজ পোর্টাল পেপারের সকল পাঠক, সমালোচক, শুভাকাঙ্ক্ষী ও সর্বোপরি দেশবাসীর প্রতি রইল শুভেচ্ছা।