
গোয়ালন্দে উপজেলা সাউন্ড সিস্টেম ব্যবসায়ী মালিক সমিতি’র উদ্যোগ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ(রাজবাড়ী)প্রতিনিধি
প্রচার-প্রচারণা ভিত্তিক সংগঠন সাউন্ড সিস্টেম ব্যবসায়ী মালিক সমিতির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ এপ্রিল) সন্ধ্যায় গোয়ালন্দ বাজার রোকন উদ্দিন প্লাজায় অবস্থিত গোয়ালন্দ কমিউনিটি সেন্টারে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন গোয়ালন্দ উপজেলা সাউন্ড সিস্টেম ব্যবসায়ী সমিতির সভাপতি মো. জসিম উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো. মোস্তফা মুন্সী।
গোয়ালন্দ উপজেলা সাউন্ড সিস্টেম ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. নাজমুল আজিমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন, গোয়ালন্দ পৌরসভার প্যানেল মেয়র ও সাউন্ড সিস্টেম সমিতির উপদেষ্টা নাসির উদ্দিন রনি, রোকন উদ্দিন প্লাজা ব্যবসায়ী পরিষদের সভাপতি ও উপজেলা পৌর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম কোরবানসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।