
নিজস্ব প্রতিবেদক
আগুনে নিঃস্ব তিনটি দরিদ্র পরিবার।
রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ৯ নং ওয়ার্ড কাইমদ্দিন প্রামানিক পাড়ায় আগুনে পুড়ে তিনটি দরিদ্র পরিবার নিঃস্ব হয়ে গেছে।
ক্ষতিগ্রস্তরা হলেন মো. ছাত্তার শেখ, মো. হারুন শেখ ও বাচ্চু শেখ। আগুনে তাদের বসবাসের একমাত্র ঘরগুলো পুড়ে ছাই হয়ে যাওয়ায় তারা আজ একেবারেই পথে বসে গেছে। এলাকার অনেকেই পাশের পুকুর থেকে পানি এনে আগুন নেভানোর চেষ্টা করেছেন। ঠিক এখন তাদের মাথা গোজার ঠাই তৈরিতে আসুন পাশে দাঁড়াই।
দরিদ্র তিনটি পরিবারের বসত বাড়ির তিনটি থাকার ঘর ও চারটি রান্না ঘর ও ঘরে থাকা সহায় সম্বল সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের নগদ ১ লক্ষ ৭৫ হাজার টাকা ভয়াল আগুনে সব পুড়ে ছাই হয়ে গেছে। অসহায় পরিবার তিনটি স্ত্রী-সন্তান নিয়ে কোথায় গিয়ে থাকবে ভেবেই কূল পাচ্ছে না।
এঅবস্থায় অসহায় তিনটি পরিবারের পাশে সবাই যদি(৫০,১০০,২০০,৩০০,৪০০,৫০০,১০০০,২০০০,৩০০০,৪০০০,৫০০০) টাকা সাহায্য দিয়ে পাশে থাকি তাহলে হয়ত পরিবার তিনটির মুখে হাসি ফোটাতে পারি।
আসুন সবাই যার যার অবস্থান থেকে যতটুকু সম্ভব সাহায্য দিয়ে পরিবার তিনটির পাশে দাঁড়াই।
সাহায্য দাতাকে অগ্রিম ধন্যবাদ।
সাহায্য পাঠাতে-
01981-173766(বিকাশ পার্সোনাল)
ফারুক শেখ, কাইমদ্দিন প্রামানিক পাড়া, পৌর ৯ নং ওয়ার্ড
গোয়ালন্দ, রাজবাড়ী।