
শেখ মমিন:
রাজবাড়ী জেলার পাংশা উপজেলা এলাকায় ট্রেনে কেঁটে আব্দুল রাজ্জাক মুন্সি-(৫০) নামের এক ডেকোরেটর ব্যবসায়ী নিহত হয়েছে।
নিহত আব্দুর রাজ্জাক পাংশা পৌর এলাকার বাসিন্দা।
বৃহস্পতিবার সকালে পাংশা উপজেলার কুড়াপাড়া রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
রেলক্রসিংয়ে অবস্থানরত একাধিক এলাকাবাসী জানান, ট্রেনটি রেলক্রসিংয় পার হওয়ার সময় একটি বিকট আওয়াজ শুনতে পাই। গিয়ে দেখি মটরসাইকেল সহ এক ব্যক্তি পড়ে আছেন। আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে দেখেন ওই ব্যক্তি মারা গেছেন। মোটরসাইকেলটিও দুমড়ে-মুচড়ে যায়।
রাজবাড়ী রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।