
মোঃ সিরাজুল ইসলাম (গোয়ালন্দ প্রতিনিধি)
রাজবাড়ীর গোয়ালন্দে মায়ের অনুপস্থিতিতে দুধ আনতে গিয়ে ধর্ষনের শিকার হয়েছে তৃতীয় শ্রেণির এক ছাত্রী (১০)। এ ঘটনায় গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী শিশুর বাবা। এ ঘটনায় অভিযুক্ত দুধ বিক্রেতা সিরাজ খাঁকে (৬০) গ্রেফতার করেছে পুলিশ। তিনি গোয়ালন্দ উপজেলার চর দৌলতদিয়া তেছের মাতব্বর পাড়া এলাকার আব্দুল খাঁর ছেলে।
পুলিশ ও ধর্ষণের শিকার শিশুর স্বজনরা জানান, অভিযুক্ত সিরাজ খাঁ দুধ বিক্রি করেন। তার বাড়ি থেকে প্রতিদিনই নির্যাতনের শিশুর মা অথবা শিশুটি দুধ কিনে নিতো। গত ১৯ অক্টোবর বিকাল ৩টায় শিশুটি সিরাজ খাঁর বাড়িতে দুধ কিনতে যায়। এ সময় বাড়িতে কেউ না থাকায় সিরাজ খাঁ মেয়েটিকে বসতঘরের ভেতরে নিয়ে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে।
এ ঘটনার পর থেকেই শিশুটি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে। গত রবিবার শিশুটি বেশি অসুস্থ হয়ে পড়লে বিষয়টি সে তার ভাবির মাধ্যমে পরিবারকে জানায় এবং পরিবারের লোকজন তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, মামলা দায়ের করার পর মঙ্গলবার রাতেই অভিযুক্ত সিরাজ খাঁকে গ্রেফতার করা হয়েছে। বুধবার গ্রেফতার আসামিকে রাজবাড়ী জেলা আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।