
স্টাফ রিপোর্টার
রাজবাড়ী সরকারি কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর হোসনেয়ারা খাতুন সহকর্মীদের নিয়ে গতকাল ১৩ মার্চ সকাল ১০ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের টুঙ্গিপাড়ার মাজারে যান। সেখানে জাতির পিতার মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।এ সময় অধ্যক্ষের সাথে উপস্থিত ছিলেন উপাধ্যাক্ষ প্রফেসর ফকীর নুরুজ্জামান, শিক্ষক পরিষদের সস্পাদক তালুকদার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সহকারি অধ্যাপক- রাষ্ট্রবিজ্ঞান, জনাব মেহেদী আবু হুসাইন, সহকারি অধ্যাপক -দর্শন,জনাব মো: আরিফুর রহমান, সহকারি অধ্যাপক- প্রানিবিদ্যা, জনাব সামসুল আলম, সহকারি অধ্যাপক- রাস্ট্রবিজ্ঞান, জনাব অদ্বৈত কুমার দাস, সহকারি অধ্যাপক- গনিত, জনাব এ কে এম আজাদুর রহমান, প্রভাষক- হিসাব বিজ্ঞান ও জনাব কুতুবউদ্দিন, প্রভাষক- ব্যবস্থাপনা সহ অন্যান্যরা। ফুলের শ্রদ্ধা শেষে জাতির পিতার আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়।
উল্লেখ্য গত ১৩ই ফেব্রুয়ারি ২০২৩, প্রফেসর হোসেনেয়ারা খাতুন তিনি তার নতুন কর্মস্থল রাজবাড়ী সরকারি কলেজের যোগদান করেন। ইতিপূর্বে তিনি পাংশা সরকারি কলেজে অধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন।
