
স্টাফ রিপোর্টার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক সময়কার শিক্ষার্থী সহপাঠী সাবেক ছাত্র ইউনিয়নের নেতৃবৃন্দের সফর আগমনে রাবেয়া কাদের স্মৃতি পাঠাগার অঙ্গন মুখরিত হয়ে ওঠে।
গতকাল ৩ মার্চ এই রাবেয়া কাদের স্মৃতি পাঠাগারের এই প্রীতি সম্মেলনে ঢাকা চিটাগং খুলনা বরিশাল রাজশাহী রংপুর ময়মনসিংহ মুন্সিগঞ্জ মাদারীপুর গোপালগঞ্জ যশোর সহ দেশের বিভিন্ন জেলা থেকে আসা ছেষট্টি সদস্যের এক বিশাল বহর রাজবাড়ীতে আসে রাবেয়া কাদর ফাউন্ডেশনের আমন্ত্রণে।এক সময়কার তুখোড় ছাত্র নেতাদের আগমনে মুখরিত হয়ে ওঠে রাবেয়া স্মৃতি পাঠাগার অঙ্গন।দলটি পাঠাগারের জন্য অনেক গুলো বই উপহার হিসেবে প্রদান করেন। স্থানীয় সাহিত্য শিল্পী সংস্কৃতি অঙ্গনের নেতৃবৃন্দ সাবেক ছাত্র ইউনিয়ন ও ছাত্র নেতারা ও এতে যোগদান করায় অনুষ্ঠান আরো প্রাণবন্ত হয়ে ওঠে।

এ সফর বহরের নেতৃত্বে ছিল সাবেক ছাত্র ইউনিয়ন সংসদ সভাপতি এ,বি সিদ্দিক।নেতৃত্বে ছেষট্টি সদস্যের দলটি ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে রাজবাড়ীতে আসেন।বিকেল পাঁচটায় শুরু হয় আলোচনা সাহিত্য সংস্কৃতি ও রাজনীতির অতীত প্রেক্ষাপটের স্মৃতিচারণ হয়। বর্তমান সাংস্কৃতিক সংকটও আলোচনায় উঠে আসে। এ সময় রাবেয়া কাদের স্মৃতি পাঠাগারের শিল্পীরা সমবেত সংগীত ও আবৃত্তি পরিবেশন করে। সন্ধ্যার পর শুধু হয় পরবর্তী আসর রাবেয়া কাদের স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা মোঃ নজরুল ইসলামের বাড়ির ছাদে। জোসনা প্লাবিত আলোতে অনুষ্ঠিত হয় পরিচিতি ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। নবারন ভট্টাচার্যের বিখ্যাত কবিতা’ এ মৃত্যু উপত্যকা আমার দেশ নয় ‘আবৃতি করেন বিশিষ্ট চিত্রশিল্পী ও বাচিক শিল্পী মিলন রব।সঙ্গীত পরিবেশন করেন রাজবাড়ীর বিশিষ্ট সঙ্গীত শিল্পী শাহিনুর বেগম পপি, আব্দুল জব্বার, চন্দন সর্ন্যাল, সব শেষ খ্যাতিমান রবীন্দ্রসঙ্গীত শিল্পী মিজানুর রহমানের অনাবদ্য পরিবেশনায় মুগ্ধ হয় শ্রোতারা।
ঢাকা হয়ে আসা আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী এ, বি সিদ্দিক,জাহাংগীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক আনোয়ারুল্লা তপন, অধ্যাপক জীবন চক্রবর্তী, উপাধ্যক্ষ মোজাম্মেল হক পাটোয়ারী,রুপালী ব্যাংকের এজিএম পংকজ সুরাজ, সহ আরো অনেকে।
এ আয়োজনে স্থানীয় আমন্ত্রিত অতিথি অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড.ইমদাদুল হক বিশ্বাস এ্যাড. দেবাহুতি চক্রবর্তী,বিজ্ঞান চিন্তক ও সমাজ সংস্কারক মহিতুল আলম বেলাল, অনুসন্ধান সম্পাদক বাবু মল্লিক, বিশ্বভরা প্রাণের সভাপতি মোঃআতাউর রহমান, শিক্ষক আব্দুল হামিদ,কমল কৃষ্ণ সরকার,সাবেক ছাত্রনেতা ও শিক্ষক মাহমুদরঞ্জন,কবি খোকন মাহমুদ,
এ্যাড.মাহবুব এ্যাড.বাবন চক্রবর্তী,ফারুক আহমেদ চিত্রশিল্পী রাফি সহ আরো অনেকে। প্রানের মিলনের এই আয়োজনের ছবি স্মৃতি হয়ে থাকবে জীবন পাতার ইতিহাসে। মনে পড়বে এই সময় স্মৃতি ।কেউ হারিয়ে যাবে কালের স্রোতে। তখন মনে পরে যাবে সেই কফি হাউজের আড্ডার গানের কথায় মত মনে পড়বে,অনেকের নাম অনেকের কথা। মনে হবে অতীতের সেই যৌবন দীপ্ত ছাত্র জীবনের সেই দুরন্ত দিনের কথা।অনেক স্মৃতিচারণ করলেন এবং এই বন্ধন চির অম্লান হয়ে থাকবে এই প্রত্যাশা সকল সাথীরা উল্লেখ করলেন। রাজবাড়ীতে এসে তারা অনেক আপ্লুত আনন্দিত মুগ্ধ রাজবাড়ীর আপ্যায়ন ও আন্তরিকতায়। রাবেয়া কাদের স্মৃতি পাঠাগারের এই সফল সম্মেলন এবং আনন্দঘন মুহূর্তটি বেঁচে থাকবে অনেকদিন। পরদিন সকালে দলটি শিলাইদহের কুঠিবাড়ি ও লালন সাইয়ের আখড়া ভ্রমণ শেষে রাজবাড়ীতে দুপুরের খাবার খেয়ে ঢাকায় ফেরে। দুদিনের আনন্দ ভ্রমনের এভাবেই পরিসমাপ্ত হয়।

