
স্টাফ রিপোর্টার

অমর একুশে ভাষা শহীদদের স্মরণে
রাজবাড়ীতে পাবলিক লাইব্রেরী প্রাঙ্গণে উড হেড মঞ্চে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।ভাষার জন্য যারা দিয়ে গেছো প্রাণ, ভুলিনি আমরা কোনদিন ভুলবো না সেই অবদান। এই প্রতিবাদ্যে ভাষা শহীদদের স্মরণ করে আজ বাইশ ফেব্রুয়ারি সন্ধ্যায় দোলনচাঁপা সংগীতাঙ্গন অনুষ্ঠানটির আয়োজন করে। অনুষ্ঠানে শুরুতে মহান একুশের উপর আলোচনায় বক্তব্য রাখেন জেলা কালচারাল অফিসার জনাব পার্থপ্রতিম দত্ত, মীর মোশারফ হোসেন স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক জনাব মোঃ রাজ্জাকুল আলম ও স্বদেশ নাট্যাঙ্গনের সাধারণ সম্পাদক অজয় দাস তালুকদার। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্বভরা প্রাণের রাজবাড়ী জেলার সভাপতি মোঃ আতাউর রহমান,পৌর যুব মহিলা লীগের সাধারন সম্পাদক তানজিলা আক্তার,শিক্ষক মাহমুদা রহমান পলী প্রমুখ । অনুষ্ঠানে দোলনচাঁপা সংগীতাঙ্গনের শিক্ষার্থী, অভিভাবক আমন্ত্রিতরা সহ অনেকেই উপস্থিত ছিল। শিক্ষার্থী শিল্পীদের মধ্যে যারা গান পরিবেশন করে তারা হলো অণুছোয়া,আপন,সুপর্ণা, মুগ্ধতা, আদৃতা, নির্মা নিলয়,তনুশী ও সারমিন সহ আরও অনেকে। দোলনচাঁপা সংগীতঙ্গানের পরিচালক শিল্পী শ্যামাদের তত্ত্বাবধানেও সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।