রাজবাড়ী ০৮:২৭ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

আদম তমিজী হকের নির্দেশক্রমে রাজবাড়ীতে মাতৃভাষা দিবস পালন

  • রাজবাড়ী সময় ডেস্ক
  • প্রকাশিত : ০৯:৪১:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩
  • ৬৩২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:

মানবিক বাংলাদেশ সোসাইটি রাজবাড়ী জেলা শাখার আয়োজনে ২১ শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

মানবিক বাংলাদেশ সোসাইটির চেয়ারম্যান আদম তমিজী হকের নির্দেশক্রমে মঙ্গলবার সকালে ভাষা শহীদদের স্মরণে শহীদ খুশি রেলওয়ে মাঠে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হয়।

পরে রাজবাড়ী রেলষ্টেশন এলাকায় অসহায় ও ছিন্নমূল ২০০ জন মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন: মানবিক বাংলাদেশ সোসাইটি রাজবাড়ী জেলা শাখার সভাপতি- শেখ মমিন, যুগ্ন-সাধারণ সম্পাদক- মো: শাকিল মোল্লা, উপ- প্রচার সম্পাদক- আবিদ হাসান, কার্যকরী সদস্য- নাহিয়ান হাসান অমিত ও বাধন মন্ডল সহ অন্যান্যরা।

মানবিক বাংলাদেশ সোসাইটি রাজবাড়ী জেলা শাখার যুগ্ন-সাধারণ সম্পাদক- মো: শাকিল মোল্লা বলেন, ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারিতে বাংলা ভাষার দাবীতে রাস্তায় নেমে আসে মানুষ। জারি করা হয় ১৪৪ ধারা, ভেঙে ফেলা হয় শোষকের শৃঙ্খল। রক্তে ভেসে যায় রাজপথ। গুলিতে বিদীর্ণ হয় বুক। শহীদ হন রফিক, শফিক, সালাম, বরকত, জব্বারসহ নাম না জানা আরো অনেকে। ভাষার জন্য প্রাণ দিয়ে ইতিহাস গড়েন তারা। বাংলা পায় রাষ্ট্রভাষার মর্যাদা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে একাত্তরে জন্ম নেয় স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ। মাতৃভাষার জন্যপ্রাণ উৎসর্গের এই দিনটিকে জাতিসংঘ স্বীকৃতি দেয় ১৯৯৯ সালে। অমর একুশে এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। একুশের চেতনার প্রতীক ‘শহীদ মিনার’ এখন এশিয়া, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়াসহ সব কটি মহাদেশের বহুভাষিক চেতনার স্মারক। ভাষা শহীদদের রূহের মাগফিরাত কামনায় আমরা আজকে রাজবাড়ীর ছিন্নমূল ২০০ জন অসহায় জন মানুষের মাঝে খাবার বিতরণ করেছি।

মানবিক বাংলাদেশ সোসাইটি রাজবাড়ী জেলা শাখার উপ- প্রচার সম্পাদক- আবিদ হাসান বলেন, রাষ্ট্রভাষা বাংলার দাবিতে পাকিস্তানি শাসকের বুলেটের সামনে দাঁড়িয়ে যারা জীবন উৎসর্গ করেছিল, যাদের আত্মত্যাগে বাঙালি পেয়েছিল ভাষার অধিকার। আজ ফুল আর শ্রদ্ধায় তাদের স্মরণ করেছি এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি।

Tag :

আদম তমিজী হকের নির্দেশক্রমে রাজবাড়ীতে মাতৃভাষা দিবস পালন

প্রকাশিত : ০৯:৪১:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩

স্টাফ রিপোর্টার:

মানবিক বাংলাদেশ সোসাইটি রাজবাড়ী জেলা শাখার আয়োজনে ২১ শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

মানবিক বাংলাদেশ সোসাইটির চেয়ারম্যান আদম তমিজী হকের নির্দেশক্রমে মঙ্গলবার সকালে ভাষা শহীদদের স্মরণে শহীদ খুশি রেলওয়ে মাঠে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হয়।

পরে রাজবাড়ী রেলষ্টেশন এলাকায় অসহায় ও ছিন্নমূল ২০০ জন মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন: মানবিক বাংলাদেশ সোসাইটি রাজবাড়ী জেলা শাখার সভাপতি- শেখ মমিন, যুগ্ন-সাধারণ সম্পাদক- মো: শাকিল মোল্লা, উপ- প্রচার সম্পাদক- আবিদ হাসান, কার্যকরী সদস্য- নাহিয়ান হাসান অমিত ও বাধন মন্ডল সহ অন্যান্যরা।

মানবিক বাংলাদেশ সোসাইটি রাজবাড়ী জেলা শাখার যুগ্ন-সাধারণ সম্পাদক- মো: শাকিল মোল্লা বলেন, ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারিতে বাংলা ভাষার দাবীতে রাস্তায় নেমে আসে মানুষ। জারি করা হয় ১৪৪ ধারা, ভেঙে ফেলা হয় শোষকের শৃঙ্খল। রক্তে ভেসে যায় রাজপথ। গুলিতে বিদীর্ণ হয় বুক। শহীদ হন রফিক, শফিক, সালাম, বরকত, জব্বারসহ নাম না জানা আরো অনেকে। ভাষার জন্য প্রাণ দিয়ে ইতিহাস গড়েন তারা। বাংলা পায় রাষ্ট্রভাষার মর্যাদা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে একাত্তরে জন্ম নেয় স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ। মাতৃভাষার জন্যপ্রাণ উৎসর্গের এই দিনটিকে জাতিসংঘ স্বীকৃতি দেয় ১৯৯৯ সালে। অমর একুশে এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। একুশের চেতনার প্রতীক ‘শহীদ মিনার’ এখন এশিয়া, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়াসহ সব কটি মহাদেশের বহুভাষিক চেতনার স্মারক। ভাষা শহীদদের রূহের মাগফিরাত কামনায় আমরা আজকে রাজবাড়ীর ছিন্নমূল ২০০ জন অসহায় জন মানুষের মাঝে খাবার বিতরণ করেছি।

মানবিক বাংলাদেশ সোসাইটি রাজবাড়ী জেলা শাখার উপ- প্রচার সম্পাদক- আবিদ হাসান বলেন, রাষ্ট্রভাষা বাংলার দাবিতে পাকিস্তানি শাসকের বুলেটের সামনে দাঁড়িয়ে যারা জীবন উৎসর্গ করেছিল, যাদের আত্মত্যাগে বাঙালি পেয়েছিল ভাষার অধিকার। আজ ফুল আর শ্রদ্ধায় তাদের স্মরণ করেছি এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি।