
গোয়ালন্দ (রাজবাড়ি) প্রতিনিধি।। রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানা ঘাট পুলিশ কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার ৬জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (১৬ই ফেব্রুয়ারী) রাতে উপজেলার বিভিন্ন স্থান বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
তারা হলেন, ১। জিআর নং-২৩/২০ এর পরোয়ানা ভুক্ত আসামী শাহাবুদ্দিন হাওলাদার,পিতা- মোঃ শাহাজাহান হাওলাদার, সাং- উজানচর,দুদু খান পাড়া ২। গোয়ালন্দ সিআর নং-১৫১/২২ এর পরোয়ানা ভুক্ত আসামী মোঃ জহিরুল ফকির, পিতা- মহির উদ্দিন ফকির, সাং- সোহরাব মন্ডল পাড়া ৩। জিআর নং- ১৯৩/২২ এর পরোয়ানা ভুক্ত আসামী বিল্লাল শেখ, পিতা- তাইজুদ্দিন শেখ, সাং- উজানচর বালিয়াডাঙ্গা, ৪। কোতয়ালী সিআর- ৪৯০/২০২২ এর পরোয়ানা ভুক্ত আসামী কুটি শেখ, পিতা- মোসলেম শেখ, সাং- উজানচর ছাহের মন্ডলের পাড়া ৫। জিআর নং- ৩৭৩/১৯ এর পরোয়ানা ভুক্ত আসামী আজমীর বেপারী, পিতা- মোঃ তাইজদ্দিন বেপারী, সাং- দরাপেরডাঙ্গী ৬। জিআর নং- ১৯৫/২২ এর পরোয়ানা ভুক্ত আসামী মোঃ পারভেজ শেখ, পিতা- মৃত নাজিমদ্দিন শেখ, সাং- দৌলতদিয়া পূর্বপাড়া,রফিক এর বাড়ীতে পান্নু স্টোর নামক দোকান, থানা- গোয়ালন্দঘাট, জেলা –রাজবাড়ীদের গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণে করেন।
এবিষয়ে গোয়ালন্দ ঘাট থানায় ওসি স্বপন কুমার মজুমদার জানান, বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামী, যারা বিগত সময়ে আইনের চোখ ফাকি দিয়ে পলায়ে ছিল। বুধবার রাতে বিশেষ অভিযানের মাধ্যমে আমরা তাদের গ্রেফতার করতে সক্ষম হই। পরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।