
মোঃ আজমল হোসেন
বালিয়াকান্দি(রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর বালিয়াকান্দিতে বসতবাড়ীতে ঢুকে সবাইকে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ও ল্যাপটপ লুটপাট করেছে ডাকাতরা।
শনিবার দিনগত রাত ২টার সময় বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের গোঁসাই গোবিন্দপুর গ্রামের এনামুল শেখের বাড়ীতে এ ডাকাতি সংঘঠিত হয়েছে।
গৃহবধু নিনা বেগম বলেন, রাত ২টার দিকে ডাকাত দল ঘরের গ্রিল ভেঙ্গে ৪ জন প্রবেশ করে। বাইরে আরও কয়েকজন ছিল। ঘরে ঢুকে শশুর, শাশুরী ও আমাকে অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে আলমারী ভেঙ্গে স্বর্ণের রুলি, কানের দুল, ৫টি আংটিসহ অন্যান্য র্স্বর্ণালংকারসহ ৫ ভরির বেশি স্বর্ণ ও নগদ ১৭ হাজার টাকা, ৩টি মোবাইল ফোন, একটি ল্যাপটপ নিয়ে যায়। দুপুরে থানা পুলিশ আমার বাড়ীতে আসেন। এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এবিষয়ে এনামুলের ভাই আনোয়ারুল শেখ বলেন, আমি রাতে কিছু জানতে পারিনি। সকালে ডাকাতির বিষয়টি টের পেয়েছি। দুপুরে পুলিশ বাড়ীতে আসে।
বিষয়টি জানতে বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ মো. আসাদুজ্জামান, পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রাণ বন্ধু বিশ্বাসে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন রিসিপ করেননি।
সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা বলেন, ওই বাড়ীতে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।