রাজবাড়ী ০৫:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বালিয়াকান্দিতে পেঁয়াজ বীজে প্রতারিত হয়ে অর্ধ শতাধিক কৃষক নিঃস্ব

মো. আজমল হোসেন বালিয়াকান্দি(রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর বালিয়াকান্দিতে পেঁয়াজ বীজে প্রতারিত হয়ে ১৯জন কৃষক প্রতিকার চেয়ে অভিযোগ দায়ের করেছেন।

৬ ফেব্রুয়ারি (সোমবার) দুপুরে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা কৃষি অফিসারের নিকট লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী কৃষকেরা।

তারা অভিযোগে বলেন, বালিয়াকান্দি সদর ইউনিয়নের ভীমনগর গ্রামের ইউসুফ বিশ্বাসের ছেলে সজীব বিশ্বাসের নিকট থেকে পেঁয়াজ চাষের জন্য বীজ ক্রয় করেন। বীজ বিক্রি করার সময় ১নম্বর লাল তীর কিং বীজ বলে প্রকাশ করেন। কৃষকরা তার কথা বিশ্বাস করে প্রতি কেজি চার হাজার দুইশত টাকা দরে ক্রয় করেন। বীজতলা প্রস্তুত করার জন্য বীজ বপন করলে বুঝতে পারেন বীজ এ পিঁয়াজের বীজ ইন্ডিয়ান। বীজ ভাল অঙ্কুরিত হয়নি। যতটুকু অঙ্কুরিত হয়েছিল সেটাও মারা যায়।
তারা আরও বলেন, আমাদের এলাকার মানুষ বেশির ভাগই পেঁয়াজ চাষী। পেঁয়াজ চাষ করে, সারা বছর সংসারিক খরচ মেটান। এ মৌসুমে পেঁয়াজ আবাদে ক্ষতিগ্রস্থ হওয়ায় ঋণের বোঝা কাধে চেপেছে। ভুক্তভোগী চাষীরা সারা বছর কি দিয়ে তাদের পারিবারিক চাহিদা মেটাবেন তা নিয়ে হিমসিম খাচ্ছেন। বিষয়টি নিয়ে ভুক্তভোগী কৃষক বীজ বিক্রেতার মুঠোফোনে জানতে চাইলে সে টালবাহানা শুরু করেন। এমনকি এ বিষয়ে বেশি বাড়াবাড়ি না করার জন্য হুমকী দিচ্ছেন।
তারা আরও বলেন, এ সজীব বিশ্বাস কৃষকদের কাছ থেকে ভোটার আইডি কার্ডের ফটোকপি নিয়ে তা ব্যবহার করে সরকারের ভর্তুকী মুল্যের পাওয়ার ট্রিলার নিয়ে বিক্রি করেছেন। তারা বিষয়টি তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণের দাবী জানান। এ ব‍্যাপারে বীজ বিক্রেতার মুঠোফোনে ফোন করলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাসিবুল হাসান বলেন, ভেজাল সার, বীজ ও কীটনাশকের বিরুদ্ধে প্রতিদিনই অভিযান পরিচালনা করা হচ্ছে। ইতিমধ্যেই অনেক ব্যবসায়ীকে সতর্ক করাসহ জরিমানা করা হয়েছে। আমরা কৃষকদের সচেতনতা সৃষ্টি করার পাশাপাশি অভিযান অব্যাহত রেখেছি। এ অভিযোগের প্রেক্ষিতে সঠিক তদন্ত করে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।

উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম বলেন, অভিযোগের বিষয়টি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাসিবুল হাসান ও উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলামকে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য দায়িত্ব প্রদান করা হয়েছে।

Tag :

বালিয়াকান্দিতে পেঁয়াজ বীজে প্রতারিত হয়ে অর্ধ শতাধিক কৃষক নিঃস্ব

প্রকাশিত : ০২:৩২:১৪ অপরাহ্ন, সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০২৩

মো. আজমল হোসেন বালিয়াকান্দি(রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর বালিয়াকান্দিতে পেঁয়াজ বীজে প্রতারিত হয়ে ১৯জন কৃষক প্রতিকার চেয়ে অভিযোগ দায়ের করেছেন।

৬ ফেব্রুয়ারি (সোমবার) দুপুরে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা কৃষি অফিসারের নিকট লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী কৃষকেরা।

তারা অভিযোগে বলেন, বালিয়াকান্দি সদর ইউনিয়নের ভীমনগর গ্রামের ইউসুফ বিশ্বাসের ছেলে সজীব বিশ্বাসের নিকট থেকে পেঁয়াজ চাষের জন্য বীজ ক্রয় করেন। বীজ বিক্রি করার সময় ১নম্বর লাল তীর কিং বীজ বলে প্রকাশ করেন। কৃষকরা তার কথা বিশ্বাস করে প্রতি কেজি চার হাজার দুইশত টাকা দরে ক্রয় করেন। বীজতলা প্রস্তুত করার জন্য বীজ বপন করলে বুঝতে পারেন বীজ এ পিঁয়াজের বীজ ইন্ডিয়ান। বীজ ভাল অঙ্কুরিত হয়নি। যতটুকু অঙ্কুরিত হয়েছিল সেটাও মারা যায়।
তারা আরও বলেন, আমাদের এলাকার মানুষ বেশির ভাগই পেঁয়াজ চাষী। পেঁয়াজ চাষ করে, সারা বছর সংসারিক খরচ মেটান। এ মৌসুমে পেঁয়াজ আবাদে ক্ষতিগ্রস্থ হওয়ায় ঋণের বোঝা কাধে চেপেছে। ভুক্তভোগী চাষীরা সারা বছর কি দিয়ে তাদের পারিবারিক চাহিদা মেটাবেন তা নিয়ে হিমসিম খাচ্ছেন। বিষয়টি নিয়ে ভুক্তভোগী কৃষক বীজ বিক্রেতার মুঠোফোনে জানতে চাইলে সে টালবাহানা শুরু করেন। এমনকি এ বিষয়ে বেশি বাড়াবাড়ি না করার জন্য হুমকী দিচ্ছেন।
তারা আরও বলেন, এ সজীব বিশ্বাস কৃষকদের কাছ থেকে ভোটার আইডি কার্ডের ফটোকপি নিয়ে তা ব্যবহার করে সরকারের ভর্তুকী মুল্যের পাওয়ার ট্রিলার নিয়ে বিক্রি করেছেন। তারা বিষয়টি তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণের দাবী জানান। এ ব‍্যাপারে বীজ বিক্রেতার মুঠোফোনে ফোন করলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাসিবুল হাসান বলেন, ভেজাল সার, বীজ ও কীটনাশকের বিরুদ্ধে প্রতিদিনই অভিযান পরিচালনা করা হচ্ছে। ইতিমধ্যেই অনেক ব্যবসায়ীকে সতর্ক করাসহ জরিমানা করা হয়েছে। আমরা কৃষকদের সচেতনতা সৃষ্টি করার পাশাপাশি অভিযান অব্যাহত রেখেছি। এ অভিযোগের প্রেক্ষিতে সঠিক তদন্ত করে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।

উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম বলেন, অভিযোগের বিষয়টি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাসিবুল হাসান ও উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলামকে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য দায়িত্ব প্রদান করা হয়েছে।