
স্টাফ রিপোর্টার
শিল্প-সংস্কৃতি ঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ করার লক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমী রাজবাড়ী ব্যবস্থাপনায় বাংলাদেশ সাংস্কৃতির উৎসবের শুভ উদ্বোধন হলো।গতকাল পহেলা ফেব্রুয়ারি ২০২৩ আজাদী ময়দানে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজবাড়ী -১ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব কাজী কেরামত আলী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা পরিষদ চেয়ারম্যান জনাব একে এম শফিকুল মোর্শেদ, রাজবাড়ী জেলার পুলিশ সুপার জনাব এম এম শাকিলুজ্জামান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সহ সভাপতি জনাব হেদায়েত আলী সোহরাব,সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি বাবুঅসিম কুমার পাল, ও
জেলা কালচারাল অফিসার পার্থ প্রতিম দাশ সহ সমাজের বিভিন্ন স্তরের গন্যমান্য ব্যক্তিবর্গ।
আরও উপস্থিত ছিল বিভিন্ন সংবাদ মাধ্যম কর্মী,বিভিন্ন আমন্ত্রিত সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সকল শ্রেণি পেশার সাধারণত মানুষ।সভার সভাপতিত্ব করেন জেলা প্রশাসক রাজবাড়ী ও জেলা শিল্পকলা একাডেমীর রাজবাড়ীর সভাপতি জনাব আবু কায়সার খান।
পাঁচ দিন ব্যাপী এই অনুষ্ঠানের নামকরণ করা হয়েছে প্রথম দিন বাংলাদেশ সাংস্কৃতিক উৎসব, দ্বিতীয় দিনে পদ্মা সেতু আমাদের সক্ষমতার প্রতীক, তৃতীয় দিন যন্ত্রসঙ্গীত উৎসব, চতুর্থ দিন সোনার মানুষ চাই ও ২০৪১ সালে বাংলাদেশ হবে নান্দনিক, পঞ্চম দিন তৃণমূল মানুষের জন্য শিল্প সংস্কৃতি। পাঁচ দিনব্যাপী এই অনুষ্ঠানে প্রায় চল্লিশ টির মত পরিবেশনকারী প্রতিষ্ঠান সংগঠন ও শিল্পী অংশ গ্রহন করবেন।প্রতিদিন বিকেল পাঁচটা থেকে রাত নয়টা পযর্ন্ত এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
