
বালিয়াকান্দি(রাজবাড়ী)প্রতিনিধি : রাজবাড়ীর বালিয়াকান্দিতে ক্ষতিগ্রস্থ কৃষক কাদের মন্ডলের পেঁয়াজ ক্ষেত পরিদর্শন করেছে ৩ সদস্যের তদন্ত টিম।
৩১ জানুয়ারী সকালে উপজেলার বহরপুর ইউনিয়নের ইকরজানা মাঠে তদন্ত টিমের প্রধান উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোঃ হাসানুরজ্জামানসহ , উপ- সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা মোঃ আরিফুর রহমান ও উপ সহবারী কৃষি কর্মকর্তা মোঃ আলাউদ্দিন সরদার ক্ষতিগ্রস্থ কৃষক কাদের মন্ডলের পেঁয়াজের ক্ষেত পরিদর্ণন করেন। এসময় ক্ষতিগ্রস্ত কৃষক কাদের মন্ডলসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ ও এলাকার কৃষকেরা উপস্থিত ছিলেন । উল্লেখ্য গত ২৯ জানুয়ারী ক্ষতিগ্রস্থ কৃষক কাদের মন্ডল বিল্লাল ফকির কতৃক প্রতারনার শিকার হয়ে আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হওয়ার বিষয়ে উল্লেখ করে ও এর প্রতিকার চেয়ে উপজেলা নির্বাাহী কর্মকর্তা ও কৃষি কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়েরের প্রেক্ষিতে তদন্ত টিম ঘটনাস্থল পরিদর্শন করে।
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম জানান, বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত রিপোর্ট পেলে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে।