রাজবাড়ী ০৬:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

রাজবাড়ীতে অনুষ্ঠিত হলো সমকাল সুহৃদ সমাবেশের পাঠচক্র অনুষ্ঠান। পাঠ‍্য ও আলোচ‍্য বিষয় ছিল সৈয়দ মুুজতবা আলীর রম‍্য গল্প ‘রস গোল্ল’

স্টাফ রিপোর্টার

“শিল্পের আলোয় আলোকিত হোক মন ও মানবতা “এই শ্লোগানকে সামনে রেখে গতকাল ২১ জানুয়ারি ২০২৩ শনিবার দৈনিক গত কাল কার্যালয়, রাজবাড়ীতে অনুষ্ঠিত হয় সমকাল সুহৃদের মাসিক পাঠ চক্র অনুষ্ঠান। এ মাসের পাঠচক্রে বিষয়বস্তু ছিল সৈয়দ মুজতবা আলীর রম্য ছোট গল্প রসগোল্লা ।সমকাল সুহৃদ রাজবাড়ীর সভাপতি আহসান হাবীব হাসুর সঞ্চালনায় অনুষ্ঠান শুধু হয় বিকেল সারে তিনটায় চলে সারে ছটা পর্যন্ত।এই আয়োজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক জেলা শিক্ষা অফিসার জনাব আজিজা খানম,নাগরিক পরিষদের সভাপতি ও বিশিষ্ট জন জনাব মোঃ মোহিতুল আলম বেলাল, বিশ্বভরা প্রাণের সভাপতি জনাব মোঃ আতাউর রহমান, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব জয়ন্ত দাস, এ টি ও জনাব জনাব সালাম মন্ডল,সিনিয়র অফিসার ব্রাক ব্যাংক জনাব মোঃ ইসহাক মোল্লা,রাজবাড়ীর সাহিত‍্য পরিষদের আহবায়ক ও কবি খোকন মাহমুদ,কবি শাহেদ মুশতার,কবি তাহমিনা মুন্নী,কবি আশরাফ বাবু, কবি আলাউল হক, বাচিক শিল্পী ও প্রশিক্ষক সাহানাজ বেগম,সমাজসেবক ওমর ফারুক, শিক্ষক নুর তাজ বেগম, সাংবাদিক সৈমিত্র শীল চন্দন, সমাজসেবক মোঃ রবিউল ইসলাম তাঁর সহধর্মিণী সালমা বেগম,কবি ইউসুফ বাশার আকাশ, সমকাল সুহৃদ সমাবেশ রাজবাড়ীর সেক্রেটারী কাজী তামান্না,রবিউল রবি, তামান্না, আঁখি, অন্তরা মোবারক, সিদ্দিক, রুমন, খাদিজা, ক্ষুদে সুহৃদ প্রত্যাশা। গান পরিবেশন করেন হৈমন্তী বিজয়া।
সমকাল সুহৃদ সমাবেশ মাসিক নিয়মিত অনুষ্ঠানে এক জন করে গুণী লেখকের জীবনী, জীবন দর্শক এবং তাঁর রচিত নির্দিষ্ট বিষয়বস্তু ভিত্তিক পাঠ ও আলোচনা হয়।নেট আসক্তি থেকে বেড়িয়ে পাঠ মুখি করার এ প্রয়াস ছোট বড় সবার জন‍্য অত্যন্ত কার্যকারি ও সময়োচিত ভুমিকা রাখবে। অনুষ্ঠানে উপস্থিত প্রায় সবাই তাদের জীবনে নানা সময়ে ঘটে যাওয়া বা শুনে থাকা হাস‍্য রসাত্মক ঘটনা উপস্থাপন করে।এতে হাস‍্য রসে অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে উঠে। পরিশেষে রসগোল্লা পরিবে শনের মধ‍্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

Tag :
About Author Information

রাজবাড়ীতে অনুষ্ঠিত হলো সমকাল সুহৃদ সমাবেশের পাঠচক্র অনুষ্ঠান। পাঠ‍্য ও আলোচ‍্য বিষয় ছিল সৈয়দ মুুজতবা আলীর রম‍্য গল্প ‘রস গোল্ল’

প্রকাশিত : ০৫:২৬:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০২৩

স্টাফ রিপোর্টার

“শিল্পের আলোয় আলোকিত হোক মন ও মানবতা “এই শ্লোগানকে সামনে রেখে গতকাল ২১ জানুয়ারি ২০২৩ শনিবার দৈনিক গত কাল কার্যালয়, রাজবাড়ীতে অনুষ্ঠিত হয় সমকাল সুহৃদের মাসিক পাঠ চক্র অনুষ্ঠান। এ মাসের পাঠচক্রে বিষয়বস্তু ছিল সৈয়দ মুজতবা আলীর রম্য ছোট গল্প রসগোল্লা ।সমকাল সুহৃদ রাজবাড়ীর সভাপতি আহসান হাবীব হাসুর সঞ্চালনায় অনুষ্ঠান শুধু হয় বিকেল সারে তিনটায় চলে সারে ছটা পর্যন্ত।এই আয়োজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক জেলা শিক্ষা অফিসার জনাব আজিজা খানম,নাগরিক পরিষদের সভাপতি ও বিশিষ্ট জন জনাব মোঃ মোহিতুল আলম বেলাল, বিশ্বভরা প্রাণের সভাপতি জনাব মোঃ আতাউর রহমান, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব জয়ন্ত দাস, এ টি ও জনাব জনাব সালাম মন্ডল,সিনিয়র অফিসার ব্রাক ব্যাংক জনাব মোঃ ইসহাক মোল্লা,রাজবাড়ীর সাহিত‍্য পরিষদের আহবায়ক ও কবি খোকন মাহমুদ,কবি শাহেদ মুশতার,কবি তাহমিনা মুন্নী,কবি আশরাফ বাবু, কবি আলাউল হক, বাচিক শিল্পী ও প্রশিক্ষক সাহানাজ বেগম,সমাজসেবক ওমর ফারুক, শিক্ষক নুর তাজ বেগম, সাংবাদিক সৈমিত্র শীল চন্দন, সমাজসেবক মোঃ রবিউল ইসলাম তাঁর সহধর্মিণী সালমা বেগম,কবি ইউসুফ বাশার আকাশ, সমকাল সুহৃদ সমাবেশ রাজবাড়ীর সেক্রেটারী কাজী তামান্না,রবিউল রবি, তামান্না, আঁখি, অন্তরা মোবারক, সিদ্দিক, রুমন, খাদিজা, ক্ষুদে সুহৃদ প্রত্যাশা। গান পরিবেশন করেন হৈমন্তী বিজয়া।
সমকাল সুহৃদ সমাবেশ মাসিক নিয়মিত অনুষ্ঠানে এক জন করে গুণী লেখকের জীবনী, জীবন দর্শক এবং তাঁর রচিত নির্দিষ্ট বিষয়বস্তু ভিত্তিক পাঠ ও আলোচনা হয়।নেট আসক্তি থেকে বেড়িয়ে পাঠ মুখি করার এ প্রয়াস ছোট বড় সবার জন‍্য অত্যন্ত কার্যকারি ও সময়োচিত ভুমিকা রাখবে। অনুষ্ঠানে উপস্থিত প্রায় সবাই তাদের জীবনে নানা সময়ে ঘটে যাওয়া বা শুনে থাকা হাস‍্য রসাত্মক ঘটনা উপস্থাপন করে।এতে হাস‍্য রসে অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে উঠে। পরিশেষে রসগোল্লা পরিবে শনের মধ‍্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।