
স্টাফ রিপোর্টার
রাজবাড়ী জেলার দৌলতদিয়া পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়া সাড়ে ৮ কেজি ওজনের বিশাল আকারের একটি চিতল মাছ ১১ হাজার ৪৭৫ টাকায় বিক্রি হয়েছে।
সোমবার (৯ জানুয়ারি) সকাল ৭টার দিকে দৌলতদিয়া পাটুরিয়া নৌ পথের পদ্মা নদীর কবিরপুর চর এলাকায় জেলে মাধব হালদারের জালে চিতল মাছটি ধরা পড়ে।
পরে দৌলতদিয়া ঘাট এলাকার আড়তদার হালিমের আড়তে প্রকাশ্য নিলামে প্রতি কেজি ১ হাজার ৩০০ টাকা কেজি দরে মোট ১১ হাজার ৫০ টাকায় চিতল মাছটি ক্রয় করেন মাছ ব্যবসায়ী মো. শাজাহান শেখ।
দৌলতদিয়া ঘাটের শাকিল সোহান মৎস্য আড়তের মাছ ব্যবসায়ী মো. শাজাহান শেখ সাংবাদিকদের জানান, সাড়ে ৮ কেজি ওজনের চিতল মাছটি মানিকগঞ্জ জেলার এক ক্রেতার কাছে প্রতি কেজি ১ হাজার ৩৫০ টাকা কেজি দরে মোট ১১ হাজার ৪৭৫ টাকায় বিক্রি করেছি।
গোয়ালন্দ উপজেলার সহকারী মৎস কর্মকর্তা মো. রেজাউল শরিফ জানান, পদ্মা নদীর পানি কমে যাওয়ায় এখন মাঝে মধ্যেই পদ্মা নদীতে এমন বড় বড় রুই, কাতল, পাঙ্গাস, বাগাড়, বোয়াল,চিতল মাছসহ অনেক মাছ ধরা পড়ছে।