
কালুখালী প্রতিনিধি মোঃ হামজা শেখ
শুক্রবার (৬ জানুয়ারী) বিকাল ৩ টায়
সাধারণ সভার মধ্যে দিয়ে পাংশা উপজেলা প্রেসক্লাবের ত্রিবার্ষিকী কমিটি গঠিত হয়েছে।পাংশা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি হয়েছেন মোঃ মোক্তার হোসেন (দৈনিক মাতৃকন্ঠ ও ভোরের কাগজ) ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ (দৈনিক বাংলা ৭১ ও স্বদেশপ্রতিদিন)।
শুক্রবার (৬ জানুয়ারি) বিকাল ৩ টায় পাংশা পাংশা উপজেলা প্রেসক্লাবে কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়।
উক্ত ত্রিবার্ষিকী কমিটির সভাপতি মোঃ মোক্তার হোসেনের সভাপতিত্বে ও মিঠুন গোস্বামীর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা শেষে দ্বিতীয় অধিবেশন শুরু হয়।
দ্বিতীয় অধিবেশনের সভাপতিত্ব করেন পাংশা উপজেলা প্রেসক্লাবে প্রতিষ্ঠাতা কালীন সভাপতি অধ্যাপক ইজাজুল হক ও সঞ্চালনা করেন সাপ্তাহিক পাংশা বার্তার সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রঞ্জু।
কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি সেলিম মাহামুদ (দৈনিক সময়ের আলো), মোঃ আবুল হাসেম(সাপ্তাহিক পাংশা বার্তা), রফিকুল ইসলাম জজ(দৈনিক ক্রাইম তালাশ), যুগ্ন সাধারণ সম্পাদক রাজিবুল ইসলাম রাজিব(সম্পাদক আজকের কণ্ঠ), সাংগঠনিক সম্পাদক মিঠুন গোস্বামী (বিবার্তা ২৪ ডট নেট ও নিউজ ২৪),দপ্তর সম্পাদক আনোয়ারুল ইসলাম (নিউজ অল-টাইম), প্রচার সম্পাদক হামজা শেখ (দৈনিক প্রচেষ্টা নিউজ),ও দৈনিক রাজবাড়ী সময়, মহিলা বিষয়ক সম্পাদক শারমিন সুলতানা (কালবেলা)।
সদস্য – অধ্যাপক মোঃ ইজাজুল শেখ, রফিকুল ইসলাম রাঞ্জু,রাকিবুল ইসলাম রাফি, সালেহ উদ্দিন লালু।
উক্ত কমিটি আগামী তিন বছরের জন্য অনুমোদন দেওয়া হয়। উক্ত কমিটির সকল সদস্যদের নাম ঘোষনা ও শপথ বাক্য পাঠ করান পাংশা উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা কালীন সভাপতি অধ্যাপক মোঃ ইজাজুল শেখ।