
গোয়ালন্দ (রাজবাড়ী)প্রতিনিধি।
প্রায় ছয় ঘন্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি ও লঞ্চ চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে কুয়াশা বেড়ে যাওয়ায় বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রাত ২টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। আজ শুক্রবার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয় বলে জানান ঘাট কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট সুত্রে জানাযায় , এই মৌসুমে নবম দিনের মতো ভারী কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল ব্যাহত হলো। এই নৌপথে বৃহস্পতিবার রাত দুইটা থেকে ফেরি বন্ধ থাকে। তিনটি ফেরি মাঝ নদীতে সারারাত আটকে ছিল বলে জানাযায়। এছাড়া উভয় প্রান্তে দুই থেকে আড়াইশো যানবাহন আটক কথা জানাযায়। বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যাবস্থাপক মো. সালাহউদ্দিন ফেরি চলাচল বন্ধ থাকার বিষয়ে নিশ্চিত করে বলেন, রাত থেকে ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় কিছু পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসের সিরিয়াল তৈরি হয়েছিলো। ফেরি চলাচল স্বাভাবিক হওয়ায় এখন সিরিয়াল অনুযায়ী সেগুলো পার করা হচ্ছে।