
সোহাগ মিয়া গোয়ালন্দ
ঘন কুয়াশার সঙ্গে গোয়ালন্দে জেঁকে বসেছে শীত। সেই সঙ্গে প্রতিনিয়ত কমছে তাপমাত্রা।
দুপুর পর্যন্ত কুয়াশা থাকায় হেডলাইট জ্বালিয়ে চলতে দেখা গেছে যানবাহনগুলোকে।
আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, চলতি মাসের শেষ দিক থেকে তাপমাত্রা আরও কমতে পারে।
এ অঞ্চলে কয়েক দিন ধরেই ঘন কুয়াশা পড়ছে।
দিনের বেলা দীর্ঘক্ষণ কুয়াশা থাকায় রোদের প্রখরতা তেমন থাকছে না। জরুরি প্রয়োজন না থাকলে মানুষ ঘর থেকে কম বের হচ্ছেন। কনকনে ঠাণ্ডায় কৃষিজীবীসহ নিম্ন আয়ের মানুষরা কাজে বের হওয়া নিয়ে বিপাকে পড়ছেন।