
রাজবাড়ী (গোয়ালন্দ প্রতিনিধি)
দেশের ব্যাস্ততম রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে প্রায় সাড়ে সাত ঘণ্টা পর বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় নৌযান চলাচল শুরু করেছে।
এর আগে ঘন কুয়াশার কারণে বুধবার দিবাগত রাত ২টা থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত লঞ্চ ও ফেরি চলাচল বন্ধ ছিল।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাহউদ্দিন দৈনিক রাজবাড়ী সময় কে বলেন, ‘কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে বুধবার দিবাগত রাত ২টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। কুয়াশার ঘনত্ব কমে আসলে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে ফেরি চলাচল শুরু হয়। এই রুটে মোট ছোট-বড় ১৩টি ফেরি চলাচল করছে। কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাটে বেশ কিছু যানবাহন পারাপারের অপেক্ষায় ছিল। আশা করি, খুব শীঘ্রই স্বাভাবিক হয়ে যাবে।ৎ