
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী’র ৬৮তম জন্মদিন উপলক্ষে গোয়ালন্দে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় গোয়ালন্দ আল-জামেয়া নিজামিয়া আরাবিয়া কাওমী মাদ্রাসায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য ও উপজেলা যুবলীগের সভাপতি ইউনুস মোল্লা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এম এ হালিম, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক আবু বক্কর সিদ্দিক খোকন, দৌলতদিয়া ইউপির ২নং ওয়ার্ড সদস্য আশরাফ হোসেন, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক শামীম, সাবেক স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ফরিদুল ইসলাম ফরিদ, পৌর ছাত্রলীগের সভাপতি রাতুল আহমেদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইমরান আহমেদ আকাশসহ অন্যান্য নেতৃবৃন্দ।

দোয়া মাহফিলে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক আবু বক্কর সিদ্দিক খোকন, রাজবাড়ী-১ আসনের জনপ্রিয় সংসদ সদস্য কাজী কেরামত আলীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে উপজেলা বাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।