
গোয়ালন্দ (রাজবাড়ী)প্রতিনিধি।
ঢাকা – খুলনা মহাসড়কের গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন রেলগেট এলাকায় গতকাল মঙ্গলবার রাতে সড়ক দুর্ঘটনায় মোঃ রবিউল ইসলাম ওরফে সানি (২৫) নামের এক যুবক নিহত হয়। সে পিরোজপুর পৌরসভার খুমুরিয়া আশ্রম রোড মহল্লার হায়দার শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানাযায় গতকাল রাতে রবিউল ও স্থানীয় আরেক ব্যাবসায়ী একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে পিরোজপুর থেকে ঢাকায় যাচ্ছিলেন মোটরসাইকেল চালিয়ে। রাত দশটার দিকে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন রেলগেট এলাকায় পৌছালে ঢাকা মুখি দ্রুত গতির একটি ট্রাক রবিউলের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এরপর সে মোটরসাইকেল থেকে নিচে পড়লে ট্রাকটি তাকে চাপা দিয়ে চলে যায়। স্থানীয় লোকজন রবিউলকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গোয়ালন্দ মোড় আহ্লাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, গতকাল রাতে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহত তরুণের লাশ উদ্ধার করে। তবে দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা সম্ভব হয়নি। গতকাল রাতেই নিহত ব্যক্তির পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ হস্তান্তর করা হয়েছে।