
গোয়ালন্দ (রাজবাড়ী)প্রতিনিধি।
রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ চল্লিশ বোতল ফেনসিডিল সহ মোঃ মিলন শেখ নামের এক মাদককারবারিকে গ্রেপ্তার করেছে। সে চয়াডাঙ্গা জেলার দর্শনা থানার জুরান শেখ এর ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের একটি দল আজ রবিবার সকাল দশটার দিকে উপজেলার ঢাকা খুলনা মহাসড়কের দৌলতদিয়াস্থ বাংলাদেশ হ্যাচারীর সামনে থেকে চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা রয়েল এক্সপ্রেস বাসে তল্লাশি চালিয়ে ফেনসিডিলসহ তাকে আটক করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আজ রবিবার ধৃত আসামি মোঃ মিলন শেখ এর বিরুদ্ধে মাদকদ্রব্য
আইনে মামলা দায়ের করে।
সংবাদের সত্যতা নিশ্চিত করে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, ধৃত মোঃ মিলন শেখ কে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ রবিবার রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।