
ক্ষণস্থায়ী মানুষের জীবন বিজলী বাতি সম।
পথ চলা হোক মানবতার করিনু এই পণ।
মানুষ আমরা সকলে,আচরণে পশুর গুণাবলী।
মনুষ্যত্বহীন মানুষ হয়ে বুক ফুলিয়ে চলি।
নিজেকে দিয়ে বিভোর হলে মানব জনম বৃথা।
ভবে এসে ভুলে গেছি পরপরের কথা।
ভালোবাসা দিয়ে মানবতাকে রক্ষা করা সহজ।
ভুল পথে পা বাড়ালে জীবনটা হয় পাপোশ।
হারিয়ে গেলে মানবতা থাকে না প্রকৃত মানুষ।
গোপন মিথ্যের বেড়েজালে সর্বদা থাকে বেহুশ।
মানব সেবায় আছে অনাবিল সুখ নিহিত।
সৃষ্টির সেবা করলে খোদা খুশি হয় প্রমাণিত।
চিত্ত আমার ভবের খেলায় বড়ই ব্যাকুল।
রঙিন নেশায় মত্ত হয়ে ভুলে গেছি মূল।
মনুষ্যত্বকে জাগ্রত করে সেবার ব্রতী হই।
মানবতাই হতে পারে স্বর্গে ওঠার মই।