
সিরাজুল ইসলাম,
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার আইন- শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রতি মাসে এ সভা অনুষ্ঠিত হয়।
আজ (বুধবার) ১২ ডিসেম্বর সকাল ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেনের সভাপতিপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়াম্যান ও উপজেলা আ. লীগের সভাপতি মো. মোস্তফা মুন্সী, ভাইস চেয়াম্যান মো. আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়াম্যান নার্গিস পারভীন, উপজেলা সহকারি কমিশনার ভূমি মো. আশরাফুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সৈয়দ আমিরুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা খোকন উজ্জামান। গোয়ালন্দ ঘাট থানার সেকেন্ড অফিসার মনিরুল মিয়া, উজানচর ইউনিয়নের চেয়াম্যান মো. গোলজার হোসেন মৃধা, ছোট ভাকলা ইউনিয়ন চেয়াম্যান মো. আমজাদ হোসেন, দৌলতদিয়া ইউনিয়ন চেয়াম্যান আব্দুল রহমান মন্ডল প্রমুখ।