
নিজস্ব প্রতিবেদক
বর্তমানে একাদশ শ্রেণীর ভর্তি ২০২৩ কার্যক্রম পরিচালনা করছে শিক্ষা মন্ত্রণালয়, যেখানে নয়টি শিক্ষা বোর্ডের অধীনে ভর্তি হবে কয়েক লক্ষ শিক্ষার্থী।ভর্তির প্রক্রিয়া অনলাইনের মাধ্যমে সম্পন্ন করা হচ্ছে, যেখানে প্রথমদিকে শিক্ষার্থীরা সর্বনিম্ন ৫ টি এবং সর্বোচ্চ 10 টি কলেজে আবেদন করতে পেরেছে। 150 টাকা অনলাইনে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে শিক্ষার্থীরা
যেখানে দেখা গেছে প্রায় ১৩ লক্ষ 70 হাজার শিক্ষার্থী প্রথম পর্যায়ে আবেদনের কার্যক্রমে অংশগ্রহণ করেছে।
31 তারিখ রাত আটটায় শিক্ষার্থীদের প্রথম ধাপের ফলাফল প্রকাশ করা হবে, এরপর সেখানে জানতে পারবে
সে কোন কলেজে ভর্তি হতে পারবে। তাই যদি শিক্ষার্থীদের কলেজ পছন্দ হয় তবে 328 টাকা নিশ্চয়ন ফী পাঠিয়ে সে কলেজ নিশ্চয়ন করবে।
আমরা শিক্ষার্থীদের কে জানাব চূড়ান্ত ভর্তির সময় কত টাকা দিতে হবে কলেজগুলোতে, কারণ এখানেই শিক্ষা মন্ত্রণালয়
থেকে টাকার পরিমাণ নির্ধারণ করে দিয়েছে। এই টাকার বাইরে অর্থাৎ অতিরিক্ত কোন টাকা কোন প্রতিষ্ঠান নিতে পারবে না।
ঢাকা মেট্রোপলিটন এলাকা ভর্তি ফী
সরকারি যে সকল কলেজ রয়েছে ঢাকা মেট্রো আওতায় সেখানে বাংলা এবং ইংরেজী ভার্সনে 5000 টাকা ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে বেসরকারি পর্যায়ে যে সকল কলেজ রয়েছে ঢাকা মেট্রোপলিটন এলাকায় সেখানে বাংলা ভার্সনের 7500 টাকা এবং ইংরেজী ভার্সনে 8500 টাকা নির্ধারণ করা হয়েছে।
ঢাকা ব্যতীত অন্যান্য মেট্রোপলিটন এলাকা ভর্তি ফী
ঢাকার বাইরে যে সকল বিভাগীয় এলাকা রয়েছে সেখানে সরকারি কলেজ গুলোর ক্ষেত্রে বাংলা এবং ইংরেজী ভার্সনে 3000 টাকা নির্ধারণ করা হয়েছে
এবং বেসরকারি কলেজগুলোর ক্ষেত্রে বাংলা ভার্সনে 5000 টাকা এবং ইংরেজী ভার্সনে 6000 টাকা নির্ধারণ করা হয়েছে।
জেলাসমূহ ভর্তি ফী
একটি জেলার যে সকল সরকারি কলেজগুলো রয়েছে সেখানে বাংলা এবং ইংরেজি ভার্সনের 2000 টাকা নির্ধারণ করা হয়েছে
এবং যেসব জেলার আওতাধীন বেসরকারি কলেজগুলোর ক্ষেত্রে বাংলা ভার্সনে 3000 টাকা এবং ইংরেজী ভার্সনে 4000 টাকা নির্ধারণ করা হয়েছে।
উপজেলা বা মফস্বল এলাকায় ভর্তি ফী
একটি উপজেলার আওতাধীন সকল সরকারি কলেজ রয়েছে সেখানে বাংলা এবং ইংরেজী ভার্সনে 1500 টাকা নির্ধারণ করা হয়েছে
এবং উপজেলার আওতাধীন যে সকল বেসরকারি কলেজ রয়েছে সেখানে বাংলা ভার্সনে 2500 টাকা এবং ইংরেজী ভার্সনে 3000 টাকা নির্ধারণ করা হয়েছে।
নিউজ সংগ্রহ করা শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট থেকে