
রাজবাড়ী জেলা প্রতিনিধি
রাজবাড়ীর বালিয়াকান্দিতে আগামী ১০ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশের নামে সারাদেশ ব্যাপি বিএনপি – জামাতের নৈরাজ্য সৃষ্টির বিরুদ্ধে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যগে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্টিত হয়েছে।
৯ ডিসেম্বর শুক্রবার সকালে শেখ রাসেল মিনি স্টুডিয়াম প্রাঙ্গন হতে বিক্ষোভ মিছিলটি বেরহয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান মোল্লার সভাপতিত্বে ও যুগ্ন সাধাধন সম্পাদক এহসানুল হাকিম সাধনের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বহরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের ভাারপ্রাপ্ত চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও জামালপুর ইউপি চেয়ারম্যান একেএম ফরিদ হোসেন বাবু, সহ- সভাপতি ও বালিয়াকান্দি সদরের সাবেক ইউপি চেয়ারম্যান নায়েব আলী শেখ, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ হারুন, সনজিৎ রায়, বালিয়াকান্দি সদর ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন বিশ্বাস, নারুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম, জঙ্গল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান কল্লোল বসু, নবাবপুর ইউপি চেয়ারম্যান বাদশা আলমগীর , উপজেলা শ্রমীক লীগের সভাপতি ইদ্রিস আলী ফকির, যুবলীগের আহবায়ক রাসেল খান রিজু, শফিকুর রহমান তুহিন যুবলীগের যুগ্ম আহবায়ক, ছাত্রলীগের সভাপতি তৌফিক খান সাদিদ, সাধারণত সম্পাদক সাইফুল ইসলাম এসময় উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলে।