
আজিজা খানম
তুমি প্রেরণা,আলোকবর্তিকা,
পরিবর্তনের রূপকার,
তোমার চেতনায় নারীর মুক্তি
করেছো সমাজ সংস্কার।
নারী ছিল বন্দী,জরাগ্রস্ত জীবন,
গৃহে শোভনীয় অলঙ্কার,
জাগালে পিয়াসা আলোকিত জীবনের
দূরীভূত হলো তমসা।
আনুষ্ঠানিক শিক্ষার জ্ঞানের জগৎ
নারী ছিল তথা বঞ্চিত,
গৃহকোণে রাঁধুনির বেশ, ধর্মকর্ম,
শিশু পালন ছিল মূখ্য।
নারী জ্বেলেছে প্রতিদিন উনুনে আগুন
মনের আগুন ছিল নিভন্ত,
আলোর দিশারি ঘুচালে সে আঁধার
নারী হলো জীবন্ত।
বন্দিনী তুমি শৃঙ্খল ভেঙে করেছো
আগামীর পথ রচনা,
সে পথের অনুসারী হয়ে পথ চলে
আজকের ললনা।
কত যে দিবস বিনিদ্র রজনীর
প্রহর হয়েছে পার,
ভেঙ্গে সে শৃঙ্খল শিক্ষার আলোয়
নারীকে করলে অগ্রসর।
নিজের ভিতরে ছিল যে উত্তাপ
তারে প্রকাশিলে আলোকিত হয়ে,
জীবনের অবরুদ্ধ দুয়ার খুলে
আলোর মশাল জ্বেলে দিলে।
কন্ঠে বহন করেছো জাগরণী সুর
কোমল হাতে শক্ত হাল,
তোমার আহবানে খুলেছে অবগুণ্ঠন
রেখে চলছে নারী অবদান।
একটি শকটের সবকটি চাকা
হতে হবে সচল,
সুলতানার সে স্বপ্ন হয়েছে সফল
নারী নয় অবলা অচল।
অবচেতন চিত্তে দেখিয়েছো স্বপ্ন
ভেঙেছো স্বপ্ন ঘোর,
জ্ঞানের তাপসী শ্রদ্ধায় স্মরি
কীর্তির মহিমায় তুমি সমুজ্জ্বল।