
ষ্টাফ রিপোর্টার
আজ সকাল সাড়ে নয়টায় শ্রীপুর বাজার প্রধান সড়কে,মাছ বাজারের কাছে ভ্যান মোটরসাইকেল সংঘর্ষে তিনজন আহত।এ সময় ভ্যানে করে পাঁচ ছয় জন ও শ্রমিক তাদের খাবার দাবারসহ কর্মস্থলে যাচ্ছিল। ডিভাইডার পাচিং পয়েন্ট দিয়ে একট মোটরসাইকেল বাম পাশ থেকে ডান পাশে যেতে গেলে বিপরীত দিক থেকে আসা ভ্যানটির সাথে সংঘর্ষ হয়। এতে ভ্যান মোটর সাইকেল উভয়ই উল্টে পড়ে যায়। ভ্যানের যাত্রি মোঃ মোসলেম মোল্লা সহ তিন জন আহত হয়।বাজারের লোকজন দৌড়ে গিয়ে তাদের উল্টে যাওয়া ভ্যানটির যাত্রীদের উদ্ধার করে।
মটরসাইকেল আরোহীও সামান্য আহত হয়।স্থানীয়দের কজন তিন আহতদের প্রাথমিক সেবা দিয়ে হাসপাতালে নিয়ে যেতে অপর সঙ্গীদের পরামর্শ দেয়।