
নিজস্ব প্রতিবেদক
ব্যক্তিগত উদ্যোগে রাজবাড়ীতে দেড় হাজার অসহায় শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছেন মো. আইয়ুব আলী নামে সৌদি এক প্রবাসী। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে জেলা সদরের বানীবহ ইউনিয়নের বারেক মার্কেট এলাকায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট ইমদাদুল হক বিশ্বাস।
প্রবাসী আইয়ুবের বাবা মো. সরাফত আলির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানীবহ ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান শেফালী আক্তার, সাবেক চেয়ারম্যান শেখ গোলাম মোস্তফা বাচ্চু, বানীবহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউনুস আলী মোল্লা, বানীবহ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. মোস্তাফা মিজি, ব্যবসায়ী আব্দুল হাই সরদার, মাহাতাব উদ্দিন খান।
কম্বল বিতরণের আগে সবার শান্তি ও মঙ্গল কামণায় দোয়া মোনাজাত করা হয়।