
শেখ মমিন
রাজবাড়ী জেলার গোয়ালন্দের দৌলতদিয়ায় ৫৫৫ ফুট আর্জেন্টিনার পতাকা নিয়ে শোডাউন প্রদর্শন করেছেন দলটির সমর্থকরা।

শনিবার বিকেলে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া মডেল হাই স্কুলের সামনে থেকে ইউনিয়ন পরিষদ পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এলাকা জুড়ে বন্ধুত্ব একাদশ স্পোটিং ক্লাবের উদ্যোগে আর্জেন্টিনার সমর্থকরা দাঁড়িয়ে পতাকা হাতে নিয়ে শোডাউন প্রদর্শন করেন।

এর আগে আর্জেন্টিনা সমর্থকরা মহাসড়কের বিভিন্ন এলাকা জুরে পতাকা মিছিল বের করে মেসি মেসি বলে স্লোগান দেন।
বন্ধুত্ব একাদশ স্পোটিং ক্লাবের সভাপতি, মুঞ্জু সরদারের সভাপতিত্বে এসময় উপস্হিত ছিলেন: ক্লাবের উপদেষ্টা- রতন সরদার, সেলিম সরদার, উজ্জল হোসেন, গোয়ালন্দ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক- শফিকুল ইসলাম শামীম, দৌলতদিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক আহবায়ক- শামীম রিজভি, শেখ মোঃ বাহার, বন্ধুত্ব একাদশ স্পোটিং ক্লাবের যুগ্ন-সাধারণ সম্পাদক- রাকিবুল ইসলাম হৃদয়, শেখ মোঃ রুহুল আমিন, শহিদুল ইসলাম, রাজিব মোল্লা, রওশাদ সরদার, সেলিম মুন্সী, রানা শেখ, সামিউল ইসলাম, রাব্বি শেখ, নাঈম মুন্সী, সহ অন্যান্যরা প্রমুখ।

এসময় আর্জেন্টিনা সমর্থকরা জানান, রাত ১ টায় আর্জেন্টিনার জয় হবে এবং এবার কাতার বিশ্বকাপ-২০২২ এ আর্জেটিনা দল বিশ্ব কাপ নেবে আমরা অবশ্যই জয়ী হবো এ জয় সমগ্র আর্জেন্টিনা বাসী সহ সকল আর্জেন্টিনা সমর্থকবৃন্দের জয়।
আর্জেটিনা ফুটবল দলের ভক্ত শেখ মোঃ বাহার বলেন, ফুটবল খেলা পছন্দ করি। পছন্দ করি আর্জেটিনার ফুটবল দল। পছন্দ করি লিওনেস মেসিকে। তিনি বলেন, আমি একজন মুদি দোকানদার। মেসিকে পছন্দ করি। যে কারণে আজকে আমরা ২৫ হাজার টাকা ব্যয় করে ৫৫৫ ফুট আর্জেটিনা দলের পতাকা তৈরি করেছি। আমি ও আমরা প্রত্যাশা করি এবার আর্জেটিনা দল লিওনেস মেসির হাত দিয়ে ৩ বারের মত বিশ্বকাপে চ্যাম্পিয়ন গৌরব অর্জন করবে।
