রাজবাড়ী ০২:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

রাজবাড়ী সাহিত্য পরিষদের মাসিক বৈঠক অনুষ্ঠিত “এমাসের বিষয় রবীন্দ্র ভাবনা”

ষ্টাফ রিপোর্টার

রাজবাড়ীতে কবি পরিষদের উদ্যোগে দ্বিতীয় মাসিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এবারের আলচ‍্য বিষয় ছিল “রবীন্দ্র ভাবনা” ২৫ নভেম্বর বিকেল ৪ ঘটিকায় রাজবাড়ী শিল্প কলা একা ডেমিতে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রবীন্দ্র গবেষক জনাব প্রফেসর জনাব আলতাফ হোসেন,সদর উপজেলা চেয়ারম্যানএ‍্যড. ইমদাদুল হক বিশ্বাস, রাজবাড়ী একাডেমির সভাপতি সৈয়দ সিদ্দিকী রহমান।

অনুষ্ঠানে অন‍্যান‍্যদের মধ‍্যে ফরিদপুর থেকে অতিথিবৃন্দ,রাজবাড়ীর বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং লেখক কবি সাহিত্যিক

শিল্পী, বাচিকশিল্পী, নাট‍্যশিল্পী, গুণীজনেরা উপস্থিত ছিলেন। রাজবাড়ী কবি পরিষদের সভাপতি খোকন মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিশিষ্ট ফটো শিল্পী হালিম বিশ্বাস এ সময় উপস্থিত ছিলেন এবং ছবি তুলেন।

বক্তব্য রাখেন বিশিষ্ট নাট‍্যজন ম,নিজাম
বিশ্বভরা প্রাণের উপদেষ্টা জনাব নুরুল হক আলম সভাপতি মোঃ আতাউর রহমান মোঃ ইউসুফ আকাশ,
রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করেন,অরণী সঙ্গীত নিকেতনের উপদেষ্টা মনিরুল ইসলাম ও তাপস কর্মকার।
আবৃত্তি পরিবেশনায় ছিলেন ফরিদপুর
থেকে আগত অতিথি কাবেরী আক্তার
,পিষুশ,ডাঃ মজনু সাকেরা আহাম্মেদ, স্থানীয় মিনুরা বানু মুন,কবি তাহমিনা
মুন্নী,সাহেদ মুশতার, সাহানাজ বেগম প্রমুখ।

daily rajbarisomoy
Tag :

রাজবাড়ী সাহিত্য পরিষদের মাসিক বৈঠক অনুষ্ঠিত “এমাসের বিষয় রবীন্দ্র ভাবনা”

প্রকাশিত : ০৫:০৬:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ নভেম্বর ২০২২

ষ্টাফ রিপোর্টার

রাজবাড়ীতে কবি পরিষদের উদ্যোগে দ্বিতীয় মাসিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এবারের আলচ‍্য বিষয় ছিল “রবীন্দ্র ভাবনা” ২৫ নভেম্বর বিকেল ৪ ঘটিকায় রাজবাড়ী শিল্প কলা একা ডেমিতে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রবীন্দ্র গবেষক জনাব প্রফেসর জনাব আলতাফ হোসেন,সদর উপজেলা চেয়ারম্যানএ‍্যড. ইমদাদুল হক বিশ্বাস, রাজবাড়ী একাডেমির সভাপতি সৈয়দ সিদ্দিকী রহমান।

অনুষ্ঠানে অন‍্যান‍্যদের মধ‍্যে ফরিদপুর থেকে অতিথিবৃন্দ,রাজবাড়ীর বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং লেখক কবি সাহিত্যিক

শিল্পী, বাচিকশিল্পী, নাট‍্যশিল্পী, গুণীজনেরা উপস্থিত ছিলেন। রাজবাড়ী কবি পরিষদের সভাপতি খোকন মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিশিষ্ট ফটো শিল্পী হালিম বিশ্বাস এ সময় উপস্থিত ছিলেন এবং ছবি তুলেন।

বক্তব্য রাখেন বিশিষ্ট নাট‍্যজন ম,নিজাম
বিশ্বভরা প্রাণের উপদেষ্টা জনাব নুরুল হক আলম সভাপতি মোঃ আতাউর রহমান মোঃ ইউসুফ আকাশ,
রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করেন,অরণী সঙ্গীত নিকেতনের উপদেষ্টা মনিরুল ইসলাম ও তাপস কর্মকার।
আবৃত্তি পরিবেশনায় ছিলেন ফরিদপুর
থেকে আগত অতিথি কাবেরী আক্তার
,পিষুশ,ডাঃ মজনু সাকেরা আহাম্মেদ, স্থানীয় মিনুরা বানু মুন,কবি তাহমিনা
মুন্নী,সাহেদ মুশতার, সাহানাজ বেগম প্রমুখ।

daily rajbarisomoy