
নিজস্ব প্রতিবেদক
রাজবাড়ীর গোয়ালন্দে খাদিজা নাজনীন পুনম নামে এক ইউনিয়ন স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে জোর পূর্বক অন্যের জমি দখল, কর্তব্যে অবহেলা ও নিয়মিত বিএনপির সভা-সমাবেশে যোগদানের অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, খাদিজা নাজনীন পুনম গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের তেনাপঁচা কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) পদে দীর্ঘদিন ধরে কর্মরত আছেন।
তিনি ক্লিনিকের পাশে শরীফা বেগম নামে এক মহিলার ২৪.৩৭ শতাংশ দালিলিক সম্পত্তি জোর করে অপদখল, জমিতে থাকা বেশকিছু মূল্যবান গাছ কর্তন ও বিক্রি এবং জমিতে বেড়া দিয়ে শরীফা বেগমের পরিবারের চলাচলের পথটাও বন্ধ করে দিয়েছেন।
এছাড়া তিনি গত ১০ ও ১২ নভেম্বর অফিস ফাঁকি দিয়ে রাজবাড়ী ও ফরিদপুরে বিএনপির দুটি রাজনৈতিক কর্মসূচিতে যোগ দেন। এ সংক্রান্ত ছবি ও ভিডিও অভিযোগ পত্রের সাথে সংযুক্ত করে দেয়া হয়েছে।