
রাজবাড়ীতে ১ হাজার পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আরিফ গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
কৃষ্ণ কুমার সরকার
রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার অভিযানে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আরিফ মন্ডল (৩০) নামে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি গোয়ালন্দ ঘাট থানার ওমর আলী মোল্লার পাড়ার হাবি মন্ডলের ছেলে।
গতকাল বুধবার সন্ধ্যা সোয়া ৬টার সময় ঢাকা খুলনা মহাসড়কের রাজবাড়ী জেলা সদরের খানখানাপুর রেল গেইট এলাকায় এ অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা শাখা।
রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. মফিজুল ইসলাম বলেন, ‘জেলা গোয়েন্দা শাখার একটি টিম রাজবাড়ী সদর থানা এলাকার খানখানাপুর চেকপোস্টে অভিযান পরিচালনা করে। অভিযানে খানখানাপুর রেলক্রসিংয়ে হযরতের চায়ের দোকানের সামনে থেকে আসামি মো. আরিফ মন্ডলকে ১ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। আসামির বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।