
গোয়ালন্দ (রাজবাড়ী)প্রতিনিধি।
গোয়ালন্দে পৃথক অভিযানে ফেনসিডিল ও হেরোইনসহ দুই মাদক কারবারিকে আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
গতকাল রবিবার গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা খুলনা মহাসড়কের দৌলতদিয়াস্থ বাংলাদেশ হ্যাচারীর সামনে থেকে সন্ধ্যার দিকে গোয়ালন্দ ঘাট থানার ওসির নেতৃত্বে মোঃ হারুন অর রশিদ (২৮) নামে এক ব্যাক্তিকে ত্রিশ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। সে কুষ্টিয়া কুমারখালি উকিল প্রামাণিকের ছেলে। এবং একই স্থান থেকে দুই গ্রাম হেরোইনসহ মাদক ব্যাবসায়ী মোঃ মামুন শেখ (৩৩) কে আটক করে। সে রাজবাড়ী পৌরসভার দুই নম্বর ওয়ার্ড লক্ষিকুলের মৃত জায়েদ আলীর সন্তান।
সংবাদের সত্যতা নিশ্চিত করে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, আজ সোমবার সকালে তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পুলিশ পৃথক দুটি মামলা দায়ের করে পুলিশ স্কটের মাধ্যমে রাজবাড়ীর বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।