রাজবাড়ী ০৭:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি মনিম (৩৫) কে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি মনিম (৩৫) কে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

 

স্টাফ রিপোর্টার
কৃষ্ণ কুমার সরকার

জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে হামলায় আহত সাংবাদিক ইমরান হোসেন মনিম।

রাজবাড়ীতে বালুমহাল ইজারার দরপত্র নিয়ে দুই পক্ষের মারামারির ভিডিও ধারণ করায় মাছরাঙা টেলিভিশনের রাজবাড়ী জেলা প্রতিনিধি ইমরান হোসেন মনিম (৩৫) কে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
তার ওপর হামলার সময় ঘটনাস্থলে পুলিশ থাকলেও তারা সেখান থেকে সটকে পড়েন বলে অভিযোগ করেন আহত সাংবাদিক ইমরান হোসেন মনিম।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ১ টার দিকে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইমরান হোসেন মনিম জানান, জেলা প্রশাসকের কার্যালয়ে একটি বালুমহালের ইজারার দরপত্র জমা দেয়ার শেষ দিন ছিল আজ। এ ইজারাকে কেন্দ্র করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দুটি গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটে। তিনি মোবাইল ফোনে ওই মারামারির ভিডিও ধারণ করলে একদল সন্ত্রাসী তার ওপর হামলা চালায়। সন্ত্রাসীরা তাকে বেধড়ক পিটিয়ে ও মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এসময় সহকর্মীরা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করে। তার মাথায় দুটি সেলাই লেগেছে।

এদিকে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানানোর পাশাপাশি জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছেন জেলায় কর্মরত সাংবাদিকরা। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক থানায় লিখিত অভিযোগ দায়ের করলে আমরা আইনগত পদক্ষেপ নিবো।

Tag :

মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি মনিম (৩৫) কে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

প্রকাশিত : ০১:০৭:০৯ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫

মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি মনিম (৩৫) কে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

 

স্টাফ রিপোর্টার
কৃষ্ণ কুমার সরকার

জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে হামলায় আহত সাংবাদিক ইমরান হোসেন মনিম।

রাজবাড়ীতে বালুমহাল ইজারার দরপত্র নিয়ে দুই পক্ষের মারামারির ভিডিও ধারণ করায় মাছরাঙা টেলিভিশনের রাজবাড়ী জেলা প্রতিনিধি ইমরান হোসেন মনিম (৩৫) কে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
তার ওপর হামলার সময় ঘটনাস্থলে পুলিশ থাকলেও তারা সেখান থেকে সটকে পড়েন বলে অভিযোগ করেন আহত সাংবাদিক ইমরান হোসেন মনিম।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ১ টার দিকে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইমরান হোসেন মনিম জানান, জেলা প্রশাসকের কার্যালয়ে একটি বালুমহালের ইজারার দরপত্র জমা দেয়ার শেষ দিন ছিল আজ। এ ইজারাকে কেন্দ্র করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দুটি গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটে। তিনি মোবাইল ফোনে ওই মারামারির ভিডিও ধারণ করলে একদল সন্ত্রাসী তার ওপর হামলা চালায়। সন্ত্রাসীরা তাকে বেধড়ক পিটিয়ে ও মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এসময় সহকর্মীরা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করে। তার মাথায় দুটি সেলাই লেগেছে।

এদিকে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানানোর পাশাপাশি জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছেন জেলায় কর্মরত সাংবাদিকরা। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক থানায় লিখিত অভিযোগ দায়ের করলে আমরা আইনগত পদক্ষেপ নিবো।