
কবি -সাহেদ মুশতার
এক মুঠো ভাতের দাম
কবি -সাহেদ মুশতার
যাদের রক্তে উর্বর হলো
হৃদয় আকাশ জমি,
যাদের ঘামে সবুজ হলো
কুসুমিত ফসল ভূমি,
যাদের ত্যাগে সুরক্ষিত
অনাগত ভবিষৎ
পাথর খেয়ে ভাঙলো যারা
আপন দাঁতের পাটি,
অন্ধকারে আনলো যারা
স্বপ্ন আলোর জ্যোতি
অমাবস্যায় রইলো তারা
মেনেই সকল ক্ষতি,
অনাদরে অবহেলায়
‘সোনার পাথর বাটি’
বোধের কাছে হেরে গুনি
এক মুঠো ভাতের দাম,
শুষ্ক রুটি ক্রয় করি
জীবন করে নিলাম
পিক : ইন্টারনেট