
গোয়ালন্দে উজানচর ইউনিয়নে তিন বছর আগের পরিত্যক্ত ঘর থেকে ৪৪ টি সাপের বাচ্চা এবং ডিম উদ্ধার করেছে সাপুড়ে লিটন
রাজু আহমেদ, রাজবাড়ী
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় উজানচর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের নতুন পাড়া গ্রামের মর্ডান হ্যাচারীর পাশে, আরিফ শেখের পরিত্যক্ত বসতভিটা ঘরের মেঝো থেকে ৪৪ টি খয়া গোখরা সাপের বাচ্চা ও ৪৪টি ডিম উদ্ধার করেছে লিটন সাপুড়ে।
বুধবার সকাল থেকে লিটন সরকার সাপুড়ে ঘরের মেঝো খুরে খুরে এ সাপগুলো বের করেন। এ সময় সাপ দেখতে শত শত মানুষ বাড়িতে ভিড় জমায়।
জানা গেছে আগের রাতে আরিফ শেকের স্ত্রী ঘর থেকে বের হয়ে তাদের টিউবওয়েলে যান এ সময় তিনি বিশাল আকৃতির সাপ দেখেন এবং সাপের বাচ্চা দেখতে পান। এ সময় তিনি চিল্লাচিল্লি শুরু করেন। এরপর এলাকার অনেক মানুষ তাদের বাড়িতে এসে ভিড় জমায়। অনেক খোঁজাখুঁজির পর সাংবাদিক সোহাগ মিয়া এবং রাজু আহমেদ, ও সেলিম সহ তাদের সহযোগিতায় লিটন সাপুড়ে নামে একজন কে মোবাইল কল দেয়া হয়। সাপুরে জানান বুধবার সকালে এসে দেখবেন। এরপর সকালে তিনি মাটির ঘর খোঁড়া শুরু করেন। এরপর তিনি সাপের বাচ্চা গুলো বের করে নিয়ে আসেন। তবে বড় দুটি গোখরা সাপ ধরতে পারেননি গোখরা সাপ দুটি পালিয়ে গেছে। এখন আতঙ্কে রয়েছে পুরো এলাকাবাসী।
লিটন সরকার সাপুড়ে জানান, আমার কাছে একটা গাছ রয়েছে। প্রথমে এই গাছ দিয়ে পুরো বাড়ি বন্ধক করেছি। এরপর আমার শিশ্য ও আমি কোদাল দিয়ে খুরে খুরে সাপের বাচ্চা গুলো বের করেছি মাটির নিচ থেকে। এবং সাপের দুটি বড় ছলম পেয়েছি।এখন আর এই বাড়িতে সাপ নেই।
এ বিষয় দৈনিক রাজবাড়ী সময়কে উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা বলেন, বর্ষা মৌসুম এজন্য সাপের উপদ্রক বেড়েছে। তবে আমি সবাইকে অনুরোধ করব সচেতনভাবে চলাফেরা করুন। রাতের আঁধারে টর্চ লাইট ব্যবহার করুন। এছাড়া সাপের আতঙ্ক কাটাতে আমরা কৃষকদের মাঝে গাম বুট দিয়েছি।