
গোয়ালন্দ (রাজবাড়ী)প্রতিনিধি।
এলাকায় অভিযান পরিচালনা করে গাজা ও নগদ অর্থসহ দুই মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আটককৃত মাদককারবারী হলো, উপজেলার ময়ছের মাতবরের পাড়ার, মাইনউদ্দিন এর ছেলে মো. রাসেল শেখ (২০) এবং একই এলাকার ছালাম খানের ছেলে মো. নাছিম খান (১৯)।
গোয়ালন্দ ঘাট থানা পুলিশ এক এজাহারের মাধ্যমে জানায়, শুক্রবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার গোয়ালন্দ ঘাট থানা এলাকায় অফিসার ও ফোর্স কর্তৃক থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছে ৫০০ গ্রাম গাজা এবং গাজা বিক্রয়ের নগদ ১৩,৩০০ টাকা সহ গ্রেপ্তার করা হয়।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, এ সংক্রান্তে গোয়ালন্দ ঘাট থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) এর ১৯ (ক)/৪১ এর রুজু করা হয়। আটককৃত মাদক কারবারীদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে