
নোঃ ইমদাদুল হক রানা :
দেশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। প্রতিদিনই ছাড়িয়ে যাচ্ছে তাপমাত্রার রেকর্ড। দাবদাহে জনজীবন বিপর্যস্ত। জীবিকার প্রয়োজনে বাইরে বের হওয়া শ্রমজীবী মানুষের ছাতা প্রদান, তৃষ্ণা মেটালো প্রান্তিক জনকল্যাণ সংস্থা।
শুক্রবার( ১৭ মে) সকাল থেকে প্রান্তিক জনকল্যাণ সংস্থার সদস্যরা বালিয়াকান্দী উপজেলার বহরপুর ইউনিয়নে আড়কান্দী বাজার সড়ক রেল ক্রসিং এর পাশে এই সেবা প্রদান করে।
দেখাযায় সড়কের পাশে ড্রাম ভর্তি শরবত, পানি, গ্লাস, ছাতা নিয়ে সাদা গেঞ্জি পরিহিত যার উপর লেখা রয়েছে, আর্ত মানবতার সেবায় যে কোন সময় যে কোন জায়গায়,
“প্রান্তিক জন কল্যাণ সংস্থা”। তাঁরা পথচারীদের মাঝে ঠান্ডা পানি,ট্যাং লেবু চিনি মিশ্রিত সরবত বিতরণ করছেন। সরবত পান করার পর সুবিধা বঞ্চিত পথচারী, শ্রমিক, ভ্যান চালকদের মাঝে তীব্র তাপদাহ থেকে বাঁচতে তাদের হাতে তুলে দেয়া হচ্ছে দৃষ্টি নন্দন ছাতা।
ছাতা পেয়ে ভ্যান চালক আবুবকর সিদ্দিক তার অনুভুতি ব্যক্ত করে বলেন এই গরমে ছাতাটি আমার খুবই উপকার আসবে আমি খুবই খুশি।
ভ্যান চালক লাভলু বলেন আমি দরিদ্র মানুষ কষ্ট করে সংসার চালাই ছাতা ছিলো না রোদ বৃষ্টিতে কাজে আসবে।তিনি প্রান্তিক জনকল্যাণ সংস্থার সদস্য দের জন্য দোওয়া কামনা করেন।পথচারী শ্রমিক ইউনুছ আলী শেখ ছাতাটি পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন।
এ সময় উপস্থিত হয়ে ছাতা বিতরণ করছিলেন প্রান্তিক জনকল্যাণ সংস্থার জেনারেল সদস্য সম্মানিত অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন শিবনাথ, তিনি বলেন প্রান্তিক জনকল্যাণ সংস্থা সবসময় মানব কল্যানে কাজ করে থাকে। তাদের এই সংগঠনের প্রধান উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল এস এম মতিউর রহমান জুয়েল। এই সংগঠন অর্থ মানবতা সেবায় কাজ করে থাকে। যেমন প্রান্তিক চাষীদের মাঝে বিনা সুদে লোন প্রদান করে থাকে। সুবিধাবঞ্চিত লোকদের মাঝে হাঁস-মুরগি গবাদি পশু সহ সেলাই মেশিন টিউবওয়েল বিতরণ করে আসছে। ঈদের সময় সমাজের সুবিধাবঞ্চিত লোকজনের মাঝে চাউল, ডাউল, চিনি, সেমাই তেল বিতরণ করে থাকে।
উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সার্জেন্ট ওবায়দুর রহমান তিনি বলেন
আমরা মানুষের মাঝে শরবত এবং ছাতা বিতরণ করছি এটা দেখে সমাজের বিত্তবানেরা সমাজের সুবিধা বঞ্চিত মানুষের পাশে এসে দাঁড়ায়।
উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত কর্পোরাল মোঃ মনির শেখ,তিনি বলেন তীব্র তাপপ্রবাহের কারণে জনজীবন বিপর্যস্ত। এরপরও জরুরি প্রয়োজনে বাইরে বের হচ্ছেন অনেকে। বিশেষ করে শ্রমজীবী মানুষ কাজের সন্ধানে বের হয়েছেন। সড়কে বের হওয়া পথচারী, রিকশাচালক ও বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে যাওয়া যাত্রীদের তীব্র গরমের মধ্যে কিছুটা স্বস্তি দিতে শরবত ও ছাতা বিতরণ করেছি।
এছাড়া উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত ল্যাঃ কর্পোঃ মো মোশাররফ হোসেন, মোঃ আনিস শেখ বিশিষ্ট ব্যবসায়ী (আজীবন সদস্য প্রান্তিক জনকল্যাণ সংস্থা) , মোহাম্মদ মনিরুল ইসলাম মমিন (বিশিষ্ট ব্যাবসায়ী, আজীবন সদস্য প্রান্তিক জনকল্যাণ সংস্থা), মোঃ ইব্রাহিম শেখ (বিশিষ্ট ব্যবসায়ী, আজীবন সদস্য প্রান্তিক জনকল্যাণ সংস্থা)। ছাত্র শিক্ষক সহ সুধিসমাজ প্রমূখ।