
রাজু আহমেদ, রাজবাড়ী
গোয়ালন্দের কৃতি সন্তান ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি সজীব উসমানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ মে) বিকেল ৩ টায় গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগ কার্যালয় সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা প্রদানের আগে ছাত্রলীগের নেতৃবৃন্দ দৌলতদিয়া ঘাটে তাকে ফুলেল শুভেচ্ছা প্রদান করে। উল্লেখ্য এমাসের ৪ মে বাংলাদেশ ছাত্রলীগের প্যাডে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়। সজীব উসমান গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের বাসিন্দা।
সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন রনি, পৌর আওয়ামীলীগের সভাপতি মো. নজরুল ইসলাম মন্ডল, উপজেলা আওয়ামীলীগ নেতা মো. সিরাজুল ইসলাম, পৌর সাবেক ছাত্রলীগের সভাপতি আরিফুর রহমান মিশুক পৌর ছাত্রলীগের রাতুল আহমেদ সজল, সাধারণ সম্পাদক আকাশ সাহা, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন মৃদুল প্রমুখসহ উপজেলার পৌর, ইউনিয়ন ছাত্রলীগের অসংখ্য নেতৃবৃন্দ।