
রাজু আহমেদ, রাজবাড়ী
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মজলিশপুর গ্রামে আজিজুল মোল্লা(আইজল দোকানদার) নামের একজনের বাড়ির উঠানে ভূট্টার স্তুপ থেকে বিষধর গোখরো সাপের ৫০ টি বাচ্চা উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় আজিজুল মোল্লা (আইজল দোকানদার) এর বাড়ির উঠানে ক্ষেত থেকে নিয়ে আসা ভুট্টার স্তপে দুই রাতের ব্যবধানে ৫০ টি বিষধর সাপের বাচ্চা উদ্ধার করে পরিবার ও এলাকাবাসী।
এ বিষয় আজিজুল মোল্লা ( আইজল দোকানদার) এর ছেলে মো. ইশরাফিল মোল্লা জানান, গত শনিবার ক্ষেত থেকে ভুট্টা ছিড়ে বাড়ির উঠানে স্তুপ করে রাখা হয়। আজ সন্ধ্যার কিছুক্ষণ আগে ভুট্টা উঠাতে গেলে সাপের বাচ্চা গুলো বের হয়ে আসে। তবে ধারণা করা হচ্ছে আরও বড় দুটি সাপ আছে যা বাড়ির আশেপাশে থাকতে পারে। আমরা সহ এলাকাবাসী এখন আতঙ্কের মধ্যে রয়েছে।