
স্টাফ রিপোর্টার
কৃষ্ণ কুমার সরকার
রাজবাড়ীতে আজ মঙ্গলবার ২৩-০৪-২০২৪ ইং সন্ধ্যায় অনুষ্ঠিত হয়ে গেল শহীদ খুশি রেলওয়ে মাঠে বাণিজ্য মেলার জমকালো উদ্ভোদনী অনুষ্ঠান।
রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজবাড়ী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি কাজী ইরাদত আলীর সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের অন্যতম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ রেলপথ মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী জনাব জিল্লুল হাকিম এমপি ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি কাজী কেরামত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলে, জেলা পরিষদের চেয়ারম্যান এ.কে.এম শফিকুল মোরর্শেদ আরুজ, রাজবাড়ীর পুলিশ সুপার জি. এম. আবুল কালাম আজাদ (পিপিএম), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিদ্ধার্থ ভৌমিক, রাজবাড়ী পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতুসহ অন্যরা উপস্থিত ছিলেন।
মননীয় মন্ত্রী জনাব জিল্লুল হাকিম বলেন, রেলওয়ের রেয়াতি ব্যবস্থায় ট্রেনের ভাড়ায় ১০০ কিলোমিটারের পরবর্তী ১৫০ কিলোমিটার ২০ শতাংশ ছাড় দেয়া হয়। অর্থাৎ ১০১ থেকে ২৫০ কিলোমিটারে পাওয়া যায় ২০ শতাংশ ছাড়। এরপর ২৫১ থেকে ৪০০ কিলোমিটার পর্যন্ত ২৫ শতাংশ এবং ৪০১ থেকে তদূর্ধ্ব কিলোমিটার পর্যন্ত ৩০ শতাংশ ছাড় দেয়া হয়।
৪ মে থেকে এ সুবিধা প্রত্যাহার করা হচ্ছে। এতে সর্বনিম্ন ভাড়া বাড়বে ১০ শতাংশ। তবে ১০০ কিলোমিটারের কম দূরত্বের ক্ষেত্রে ভাড়া অপরিবর্তিত থাকবে।