
মোঃ ইমদাদুল হক রানাঃ
অনাবৃষ্টি ও অতি তাপপ্রবাহের কারনে জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে।অনাবৃষ্টি কারনে বিভিন্ন এলাকার ভূগর্ভস্থ পানির লেয়ার নিচে নেমে যাওয়ায় টিউবয়েল থেকে পানি উঠছে না সেচের অভাবে ফসল নষ্ট হয়ে যাচ্ছে। এহেন অবস্থায় মহান সৃষ্টি কর্তার সাহায্য ছাড়া পরিত্রাণে উপায় নেই।
আগামী ২২ এপ্রিল রোজ সোমবার দুপুর ২:৩০ সময় রাজবাড়ী জেলার বালিয়াকান্দী থানার অন্তরগত বহরপুর মৃধার বটতলা ( কলেজ মোড়)ঈদগাহ ময়দানে বৃষ্টির জন্য বৃষ্টি প্রার্থনার নামাজের জামাত অনুষ্ঠিত হবে।
উক্ত জামাতে এস্তেগফারের সাথে সকলকে দলে দলে সামিল হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন মুফতি মোঃসাইফুল ইসলাম মুহাদ্দিস,মারকাজুল ইমাম আনওয়ার শাহ কাশ্মীরী রহঃ রাজবাড়ী
পেশ ইমাম ও খতিব, বহরপুর হাট কেন্দ্রীয় জামে মসজিদ।