
স্টাফ রিপোর্টার
কৃষ্ণ কুমার সরকার
রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে জেলা প্রশাসনের পক্ষ থেকে পহেলা বৈশাখ ১৪৩১ পালন করা হয়েছে। এ উপলক্ষে রবিবার সকাল ৯ টার দিকে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।
ঢাক, ঢোল, ঘোড়ার গাড়ি ও বিভিন্ন রং বে রংয়ের বৈশাখী প্ল্যকার্ড নিয়ে মঙ্গল শোভাযাত্রায় অংশ নেয় শতশত নারী পুরুষ ও বিভিন্ন শ্রেনী পেশার সাধারণ মানুষ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা। এ সময় শোভা যাত্রাটি শহরের প্রধান প্রদান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
পরে বিভিন্ন সাংস্কৃতিক দলের অংশ গ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অংশগ্রহনকারী বিভিন্ন প্রতিষ্ঠানের বিজয়ীদের পুরস্কার বিতরন করা হয়।
অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী।
আরো উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান, পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ পিপিএম সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি গন।