রাজবাড়ী ০৬:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ঈদ আনন্দ পাড়ায় পাড়ায় ছড়িয়ে দিতে বিশেষ আয়োজন

বালিয়াকান্দি প্রতিনিধি :

ঈদ মানেই খুশি, ঈদ মানেই আনন্দ। ঈদের এই আনন্দ পাড়ায় পাড়ায় ছড়িয়ে দিতে ব্যতিক্রম এক র‍্যালির আয়োজন করেছেন রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার পাইককান্দি গ্রামের প্রায় দুই শতাধিক তরুণ। তবে র‍্যালিতে সব বয়সের মানুষই স্বত:স্ফুর্ত ভাবে অংশ গ্রহণ করেছেন।

শুক্রবার (১২ এপ্রিল) বেলা ১০ টায় বালিয়াকান্দি সদর ইউনিয়নের পাইকান্দি যুব সংঘ নামের একটি সংগঠন এই ঈদ আনন্দ র‍্যালির আয়োজন করেন। র‍্যালিটি পাইককান্দি ঈদগাহ ময়দান থেকে শুরু হয়ে ৩ টি গ্রামের ৮ টি পাড়ার অলিতে গলিতে প্রদক্ষিণ করে।

সরেজমিন গিয়ে দেখা যায়, নির্ধারিত সময়ের আগেই একই রঙের টি-শার্ট পড়ে পাইকান্দি ঈদগাহ ময়দানে জড়ো হতে থাকে সবাই। বেলা ১০ টা বাজার সাথে সাথে র‍্যালিটি যাত্রা শুরু হয়। র‍্যালি শুরুর আগে আয়োজকদের পক্ষ থেকে বেশ কয়েকজন র‍্যালিতে উপস্থিত সবার উদ্দেশ্যে কিছু দিক নির্দেশনা প্রদান করেন। তারপর শুরু হয় যাত্রা। র‍্যালিটিতে প্রায় শতাধিক মোটরসাইকেলে চড়ে তারা গ্রামীণ আকাঁবাঁকা রাস্তা প্রদক্ষিণ করেন। এ সময় নারী-পুরুষ সবাই র‍্যালিতে অংশগ্রহণকারিদের হাত নাড়িয়ে শুভেচ্ছা জানান।

পাইককান্দি গ্রামের বাসিন্দা মুন্নাফ মিয়া দৈনিক রাজবাড়ী সময় কে জানান, তাঁর বয়স ৬০ বছর। এই ৬০ বয়সে তিনি অনেক ঈদ কাটিয়েছেন। কিন্তু এবারের আয়োজনটা তাকে বেশ আনন্দ দিয়েছে। সে নিজেও র‍্যালিতে অংশগ্রহণ করেছেন বলে জানান।

র‍্যালিতে অংশগ্রহণ করা যুবক নোমান, নিশান, তারিক দৈনিক রাজবাড়ী সময় কে জানান, প্রতিটি ঈদেই তাদের গ্রামে দুইদিনের ঈদ উৎসবের আয়োজন করা হয়। গ্রামীণ খেলাধোলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে গ্রামের সব বয়সের মানুষ খুবই আনন্দ পায়। এবার একটু ব্যতিক্রম আয়োজন ছিল।

ক্রিয়েটিভ আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক খোন্দকার মাকসুদুর রহমান রনি দৈনিক রাজবাড়ী সময় কে জানান, প্রধানমন্ত্রী গ্রামকে শহরে রূপান্তরিত করার স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় পাইককান্দি যুব সংঘটি কাজ করছে। গ্রামের প্রতিটি মানুষকে ঈদের অনাবিল আনন্দে সম্পৃক্ত করতে এই ব্যতিক্রম আয়োজন।

ওই ওয়ার্ডের ইউপি সদস্য মো: আকরাম খান ও রিশা শিল্পী গোষ্ঠীর পরিচালক গোলাম মোর্তবা রিজু দৈনিক রাজবাড়ী সময় কে জানান, পাইককান্দি গ্রামের একটি ঐতিহ্য রয়েছে। ঈদকে ঘিরে এই গ্রামের মানুষ নানা ধরণের আয়োজন করে থাকেন। যেটা আমরা আমাদের পূর্বপুরুষ থেকে দেখে আসছি। এবারের আয়োজনে র‍্যালি ছিল। মাদকমুক্ত সমাজ বিনির্মাণের স্বপ্নই ছিল র‍্যালিটির মূল উদ্দেশ্যে। যার কারণে র‍্যালিটিতে তরুণদের বেশি সম্পৃক্ত করা হয়েছে।

র‍্যালিটির মূল আয়োজন বদিউজ্জামান ফারুক মিয়া দৈনিক রাজবাড়ী সময় কে জানান, পুরান ঢাকার বিভিন্ন উৎসবকে উপলক্ষ করে তারা নানা ধরণের আয়োজন করে থাকেন। তার মধ্যে র‍্যালি অন্যতম। আমিও ভেবেছিলাম এবার আমার নিজ গ্রামে ঈদকে কেন্দ্র করে সবার মাঝে একটি সৌহার্দ্য- সম্প্রীতি বজায়ে রাখার লক্ষ্যে পাড়ায় পাড়ায় ঈদের উৎসব ছড়িয়ে দিতে। সেই ভাবনা থেকেই আজকের এই আয়োজন। আগামিতে এটি আরো বড় আকারে করার চেষ্টা করবো।

Tag :

ঈদ আনন্দ পাড়ায় পাড়ায় ছড়িয়ে দিতে বিশেষ আয়োজন

প্রকাশিত : ০৩:১৫:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ এপ্রিল ২০২৪

বালিয়াকান্দি প্রতিনিধি :

ঈদ মানেই খুশি, ঈদ মানেই আনন্দ। ঈদের এই আনন্দ পাড়ায় পাড়ায় ছড়িয়ে দিতে ব্যতিক্রম এক র‍্যালির আয়োজন করেছেন রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার পাইককান্দি গ্রামের প্রায় দুই শতাধিক তরুণ। তবে র‍্যালিতে সব বয়সের মানুষই স্বত:স্ফুর্ত ভাবে অংশ গ্রহণ করেছেন।

শুক্রবার (১২ এপ্রিল) বেলা ১০ টায় বালিয়াকান্দি সদর ইউনিয়নের পাইকান্দি যুব সংঘ নামের একটি সংগঠন এই ঈদ আনন্দ র‍্যালির আয়োজন করেন। র‍্যালিটি পাইককান্দি ঈদগাহ ময়দান থেকে শুরু হয়ে ৩ টি গ্রামের ৮ টি পাড়ার অলিতে গলিতে প্রদক্ষিণ করে।

সরেজমিন গিয়ে দেখা যায়, নির্ধারিত সময়ের আগেই একই রঙের টি-শার্ট পড়ে পাইকান্দি ঈদগাহ ময়দানে জড়ো হতে থাকে সবাই। বেলা ১০ টা বাজার সাথে সাথে র‍্যালিটি যাত্রা শুরু হয়। র‍্যালি শুরুর আগে আয়োজকদের পক্ষ থেকে বেশ কয়েকজন র‍্যালিতে উপস্থিত সবার উদ্দেশ্যে কিছু দিক নির্দেশনা প্রদান করেন। তারপর শুরু হয় যাত্রা। র‍্যালিটিতে প্রায় শতাধিক মোটরসাইকেলে চড়ে তারা গ্রামীণ আকাঁবাঁকা রাস্তা প্রদক্ষিণ করেন। এ সময় নারী-পুরুষ সবাই র‍্যালিতে অংশগ্রহণকারিদের হাত নাড়িয়ে শুভেচ্ছা জানান।

পাইককান্দি গ্রামের বাসিন্দা মুন্নাফ মিয়া দৈনিক রাজবাড়ী সময় কে জানান, তাঁর বয়স ৬০ বছর। এই ৬০ বয়সে তিনি অনেক ঈদ কাটিয়েছেন। কিন্তু এবারের আয়োজনটা তাকে বেশ আনন্দ দিয়েছে। সে নিজেও র‍্যালিতে অংশগ্রহণ করেছেন বলে জানান।

র‍্যালিতে অংশগ্রহণ করা যুবক নোমান, নিশান, তারিক দৈনিক রাজবাড়ী সময় কে জানান, প্রতিটি ঈদেই তাদের গ্রামে দুইদিনের ঈদ উৎসবের আয়োজন করা হয়। গ্রামীণ খেলাধোলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে গ্রামের সব বয়সের মানুষ খুবই আনন্দ পায়। এবার একটু ব্যতিক্রম আয়োজন ছিল।

ক্রিয়েটিভ আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক খোন্দকার মাকসুদুর রহমান রনি দৈনিক রাজবাড়ী সময় কে জানান, প্রধানমন্ত্রী গ্রামকে শহরে রূপান্তরিত করার স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় পাইককান্দি যুব সংঘটি কাজ করছে। গ্রামের প্রতিটি মানুষকে ঈদের অনাবিল আনন্দে সম্পৃক্ত করতে এই ব্যতিক্রম আয়োজন।

ওই ওয়ার্ডের ইউপি সদস্য মো: আকরাম খান ও রিশা শিল্পী গোষ্ঠীর পরিচালক গোলাম মোর্তবা রিজু দৈনিক রাজবাড়ী সময় কে জানান, পাইককান্দি গ্রামের একটি ঐতিহ্য রয়েছে। ঈদকে ঘিরে এই গ্রামের মানুষ নানা ধরণের আয়োজন করে থাকেন। যেটা আমরা আমাদের পূর্বপুরুষ থেকে দেখে আসছি। এবারের আয়োজনে র‍্যালি ছিল। মাদকমুক্ত সমাজ বিনির্মাণের স্বপ্নই ছিল র‍্যালিটির মূল উদ্দেশ্যে। যার কারণে র‍্যালিটিতে তরুণদের বেশি সম্পৃক্ত করা হয়েছে।

র‍্যালিটির মূল আয়োজন বদিউজ্জামান ফারুক মিয়া দৈনিক রাজবাড়ী সময় কে জানান, পুরান ঢাকার বিভিন্ন উৎসবকে উপলক্ষ করে তারা নানা ধরণের আয়োজন করে থাকেন। তার মধ্যে র‍্যালি অন্যতম। আমিও ভেবেছিলাম এবার আমার নিজ গ্রামে ঈদকে কেন্দ্র করে সবার মাঝে একটি সৌহার্দ্য- সম্প্রীতি বজায়ে রাখার লক্ষ্যে পাড়ায় পাড়ায় ঈদের উৎসব ছড়িয়ে দিতে। সেই ভাবনা থেকেই আজকের এই আয়োজন। আগামিতে এটি আরো বড় আকারে করার চেষ্টা করবো।