
জহুরুল ইসলাম,জেলা প্রতিনিধি | ফরিদপুর |
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় হাটের খাজনা উঠানোকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন উভয়পক্ষের অন্তত ১৫ জন।
রোববার (৭ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে ইফতারের সময় ভাঙ্গার ঘারুয়া ইউনিয়নের বিবিরকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।
এসময় সরোয়ার শেখ ও সাহাবুদ্দিন মোল্লা গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষে গুরুতর আহত ৯ জনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আর দুজনকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
আহতরা হলেন, শাহাবুদ্দিন মোল্লা (৪৫), শারমিন বেগম (৩০) ফারিয়া আক্তার (২০), একলাস শেখ (৬০), প্রান্ত (২০), রাবেয়া আক্তার (১৫), তানিয়া বেগম (৩০), রহিমা বেগম (৩৫) ও হায়দার মোল্লা (৩০)। বাকিদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ জানান, বিবির কান্দা গ্রামে পূর্ব শত্রুতা ও খাজনা উঠানো নিয়ে দুই দল গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।