
মোঃ ইমদাদুল রানাঃ
মুসলিম জাতির সবচেয়ে বড় আনন্দের দিন পবিত্র ঈদ।পবিত্র ঈদুল ফিতর দোরগোড়ায়। ঈদে পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে ঢাকা ছাড়ছেন রাজধানীবাসী। কথায় আছে শিকড়ের টানে ঘরে ফেরা। তেমনি রাজধানী থেকে ঘরে ফিরবেন পোশাক শ্রমিকরা শ্রমিকদের শেষ মুহূর্তে ছুটি হয়। বাড়ি ফিরতে অনেক কষ্ট হয়। সে বিষয়ে বিবেচনা করে আসন্ন ঈদুল ফিতরে ঘরমুখো পোশাক শ্রমিকদের জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম।
আজ রবিবার দুপুর ২টায় রাজবাড়ীর পাংশায় জেলা পরিষদ ডাক বাংলোতে গার্ড অব অনার গ্রহণ শেষে সাংবাদিকদের এ জানান রেলমন্ত্রী।
মন্ত্রী বলেন, গার্মেন্ট শ্রমিকেরা গায়ের ঘাম ঝরিয়ে এদেশের অর্থনৈতিক চাকা ঘোরায়। ‘গার্মেন্টস শ্রমিকদের বাড়ি ফেরা নিয়ে আমরা খুব চিন্তিত। তারা যেন স্বস্তিতে বাড়ি ফিরতে পারে তাই প্রধানমন্ত্রীর নির্দেশে ঈদযাত্রায় নিরাপদ ও স্বাচ্ছন্দের সঙ্গে যাতে তারা বাড়ি যেতে পারে, এ ব্যাপারে আমরা ব্যবস্থা নিয়েছি। এবার গার্মেন্টস শ্রমিকদের জন্য আগামী দুই দিন আমরা আলাদা বিশেষ ট্রেনের ব্যবস্থা করে দিয়েছি।’
রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম আরও বলেন, ‘গার্মেন্টস শ্রমিকদের দাঁড়িয়ে যাওয়ার জন্য ও স্ট্যান্ডিং টিকিটের ব্যবস্থা করা হয়েছে এবং তাদের জন্য আলাদা বগি ও সকল প্রকার সুবিধার ব্যবস্থা নেওয়া হয়েছে।’
এ সময় আরও উপস্থিত ছিলেন পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার।