
ফরিদপুর উপজেলা প্রতিনিধি :
দক্ষিণবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারী রাজেন্দ্র কলেজের নতুন অধ্যক্ষ হিসােবে নিয়োগ পেয়েছেন প্রফেসর রমা সাহা। তিনি সদ্য অবসরে যাওয়া প্রফেসর অসীম কুমার সাহার স্ত্রী।
আজ (০৪ এপ্রিল) রোজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সরকারী কলেজ-২ শাখার উপ-সচিব চৌধুরী সামিয়া ইয়াসমিন সাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে নিয়োগ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে আগামী ০৯ এপ্রিলের মধ্যে তাকে উক্ত কলেজে যোগদান করতে বলা হয়েছে।
তিনি এর আগে ফরিদপুরের স্বনামধন্য নারী শিক্ষা-প্রতিষ্ঠান সরকারী সারদা সুন্দরী মহিলা কলেজের গণিত বিভাগের অধ্যাপক হিসাবে দায়িত্ব পালন করেন।
প্রফেসর রমা সাহা রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ পাওয়ায় কলেজটির সবশ্রেণীর শিক্ষার্থী ও শিক্ষকমন্ডলীসহ সব পেশার লোকজন শুভেচ্ছা ও অভিনন্দন জানান।