
স্টাফ রিপোটারঃ
পবিত্র মাহে রমজান মাস উপলক্ষ্যে ৩০ মার্চ রোজ শনিবার বিকাল ৫.১৫ মিনিট এর সময় রাজবাড়ী রেলস্টেশন ২নং প্লাটফর্মে এবং ১নং রেলগেট পথচারীদের মাঝে বাংলাদেশ ব্লাড ডোনার সোসাইটি পরিবারের পক্ষ থেকে প্রায় ১০০ এর বেশী সুবিধা বঞ্চিত এতিম ও দুঃস্থদের মাঝে ইফতার বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ
প্রফেসর মোঃ নুরুজ্জামান
উক্ত ইফতার বিতরণ কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্লাড ডোনার সোসাইটি কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা ও পরিচালক শাহরিয়ার রিয়াজ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী প্রেস ক্লাবের সহ-সম্পাদক ও বাংলাদেশ ব্লাড ডোনার সোসাইটি উপদেষ্টা ও পৃষ্ঠপোষক, জাহাঙ্গীর হোসেন
,শারমিন রেজা, ইশরাত তানিয়া, সোহেল হোসেন,ইমরুল হাসান এবং বিভিন্ন জেলা ও উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বিভিন্ন গণমাধ্যম কর্মীরা।
উক্ত কর্মসূচি সঞ্চালনা করেন বাংলাদেশ ব্লাড ডোনার সোসাইটি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক হাসিবুল হাসান।
সবশেষে, বাংলাদেশ ব্লাড ডোনার সোসাইটি পরিবারের যেসকল সম্মানিত উপদেষ্টা পৃষ্ঠপোষক ও স্বেচ্ছাসেবীরা পাশে থেকে দেশ ও প্রবাস থেকে
বাংলাদেশ ব্লাড ডোনার সোসাইটি সামাজিক এবং মানবিক কাজ করার জন্য সবসময় আর্থিক ভাবে সাহায্য সহযোগিতা করে থাকেন তাদের জন্য দোয়া মাহফিল আয়োজন করা হয় উক্ত দোয়া মাহফিল পরিচালনা করেন বাংলাদেশ ব্লাড ডোনার সোসাইটি পরিবারের কালুখালী উপজেলার সম্মানিত সভাপতি মোঃ ইয়াহিয়া মাহমুদ।